বিশ্বকাপের ব্যাট নিলামে তুলছেন রাহুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনারভাইরাসের সংক্রমণে সারা বিশ্বই বিপর্যন্ত। এই দুঃসময়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন বিত্তবানরা। ক্রিকেটাররাও পিছিয়ে নেই। যে যার সাধ্যমতো সাহায্য করছেন। এবার করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ শিশুদের সহায়তায় এগিয়ে এলেন ভারতের ওপেনার লোকেশ রাহুল।
তিনি এবার দাতব্য সংস্থার জন্য নিজের বিশ্বকাপ ক্রিকেটে খেলা ব্যাটসহ বেশকিছু ক্রিকেটীয় সরঞ্জাম নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। ভারতের এই ওপেনার জানিয়েছেন, তার নিজস্ব ব্র্যান্ড 'গালি'ও এই কাজে অংশ নেবে। কদিন আগেই ২৮তম জন্মদিন পালন করেছেন রাহুল। সেদিনই এর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

রাহুল বলেছিলেন, ‘বিশেষ দিনে আমি আর গালি সিদ্ধান্ত নেই দারুণ এবং খুব স্পেশাল কিছু করার। আমি সিদ্ধান্ত নেই আমার ক্রিকেট প্যাড, গ্লাভস, হেলমেট এবং কয়েকটি জার্সি আমাদের সহযোগী ভারত আর্মিকে দান করার। তারা এটা নিলাম করে সেখান থেকে প্রাপ্ত অর্থ অ্যাওয়ার ফাউন্ডেশনকে দেবে।’
দাতব্য সংস্থাটির পরিচয় দিতে গিয়ে রাহুল সেদিন রাহুল বলেন, ‘এটা এমন একটি সংস্থা, যারা শিশুদের সাহায্য করে। এটা খুবই স্পেশাল। এমন একটি কাজ করার জন্য এর চেয়ে ভালো দিন আমি আর পেতাম না।’
এর আগেও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন রাহুল। কিছুদিন আগেই কয়েকটি প্রাণী রক্ষা সংগঠনে দান করেছেন ভারতীয় এই ব্যাটসম্যান। গত বছর ক্যানসারে আক্রান্ত একটি শিশুর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন ভারতের এই ওপেনার।
এছাড়া দাতব্য সংগঠনগুলোকে সমর্থনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক কর্মকান্ডে জড়িত থাকেন রাহুল। এবার তারই ধারাবাহিকতায় করোনা মোকাবেলায় এগিয়ে এলেন তিনি।