উমর আকমলের ভাগ্য নির্ধারণ চলতি মাসেই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে গত ২০ ফেব্রুয়ারি সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল উমর আকমলকে। আগামী ২৭ এপ্রিল ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে তাঁর। কেননা উমরের বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানির দিন ধার্য়্য করা হয়েছে চলতি মাসের ২৭ তারিখে।
পিসিবির ডিসিপ্লিনারি কমিটির বিচারক ফজল-ই-মিরান চৌহান উমরের রায়ের দিন ধার্য্য করেন। সোমবার (২০ এপ্রিল) বোর্ড এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে আকমলের শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট উমর আকমলের বিরুদ্ধে ২.৪.৪ ধারায় দুটি নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছিল।
সেই অপরাধ প্রমাণিত হলে বড় ধরণের শাস্তি পেতে পারেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালে তিনি এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তিনি। এরপর পিসিবির দুর্নীতি বিরোধী কর্মকর্তারা তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। ২০১৯ সালে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।
অভিযোগ প্রমাণিত হলে উমর আকমল সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ আজীবন নিষিদ্ধ হতে পারেন। এর আগে পিসিবির দেয়া সাময়িক নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) অংশগ্রহণ করতে পারেননি তিনি।