promotional_ad

বাতাসে বল ঘোরানোর চেষ্টা করেন নাঈম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান স্পিনার হিসেবে ইতোমধ্যেই নাম কুড়িয়েছেন নাঈম হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ সালের নভেম্বরে সালে তার অভিষেক হয়েছিল। সেই ম্যাচে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নামটি লিখেছিলেন অভিষেক টেস্টে পাঁচ উইকেট শিকারকারী বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে।


তাঁর বোলিং রহস্য জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি বল বাতাসে স্পিন করার চেষ্টা করেন তিনি। সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।



promotional_ad

নাঈম বলেন, 'স্পিনারদের মূল কাজ হচ্ছে স্পিন করানো। তবে আমি চেষ্টা করি বাতাসে মধ্যে দিয়ে (ফ্লাইট ব্যবহার করে) বল টার্ন করাতে। পরের বলটা কি করবো, সেটাও বুঝে ফেলি এর মধ্যে। ড্রিল এবং বেশি বেশি অনুশীলন করে  আরও উন্নতি সম্ভব।'


অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে, নাঈম হাসানের ভাষ্যমতে, এটি স্পষ্ট যে তিনি অনুশীলন বেশি করতে পছন্দ করেন।


'সত্যি বলতে, আমাদের সর্বদা সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি আগে থেকে অনুশীলন করেন এবং সেই অনুযায়ী  নিজেকে প্রস্তুত করেন তবে সেটি ভালো। এটি হঠাৎ করে হয়না। তবে যদি আমি আগে থেকেই প্রস্তুত থাকি তখন কাজটি সহজ হয়ে যায়, নতুবা, এটি হবে কঠিন হয়ে উঠে। অনুশীলনে আমাদের ইয়ার্কার, স্লোগ ওভারে ব্লকহোল ডেলিভারি শিখানো হয়েছিল যাতে আমরা এই ধরণের পরিস্থিতি সামাল দিতে পারি। ভবিষ্যতে কী হবে তা আমি এখনই ভাবতে পারি না। আমার যা করা দরকার ছিল আমি তা করি।



'আমি যত বেশি অনুশীলন করব, তত বেশি আত্মবিশ্বাস পাব। যদি প্রস্তুতি ভালো হয় তবে আত্মবিশ্বাসও ভাল হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball