বিসিবিতে কোনও বাড়তি সুবিধা নিই নাঃ সুজন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একইসঙ্গে অনেক পদে কাজ করে থাকেন খালেদ মাহমুদ সুজন, বোর্ডের তরফ থেকেও নাকি নানান সুবিধা ভোগ করেন তিনি- এমন কথা প্রচলিত থাকলেও তার সঙ্গে একমত নন স্বয়ং সুজন।
ক্রিকেট বিষয়ক অনেক ক্ষেত্রেই পদচারনা আছে সুজনের। জাতীয় দলের ম্যানেজার, বোর্ড পরিচালক, বোর্ডের গেম ডেভলপমেন্ট বিভাগের প্রধান, আবাহনী লিমিটেডের কোচ, রাজশাহী একাডেমীর কোচ হওয়াসহ ক্রিকেট সংক্রান্ত আরও কয়েকটি দায়িত্বে কাজ করে থাকেন সাবেক এই ক্রিকেটার।

যদিও সুজনের মতে, তাঁর কাজ করার ক্ষেত্র খুবই সুনির্দিষ্ট এবং পেশাদার।
সম্প্রতি সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে সুজন বলেন, 'বিসিবিতে ম্যানেজারের যে কাজগুলো করি, তখন রাজশাহিতে কাজে যেতে পারি না এবং বেতন পাই না। বিসিবিকে একটা কথাই বলেছি, আমাকে বেতন দিতে হবে। বেতন দিলে আমি কাজ করব, না দিলে করব না। কারণ রোজগার না করলে আমার চলবে না।
আপনি বিসিবির অ্যাকাউন্টস বিভাগে খোঁজ নিয়ে দেখতে পারেন- কোনোরকম বাড়তি সুবিধা নিই না। আমার কাজ আসলে দুটি- বেক্সিমকোতে চাকরি করা এবং রাজশাহী একাডেমীতে কোচিং করানো। এছাড়া আর কিছু করি না। সবার ধারণা আমি অনেক কিছু করি।'
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অত্যন্ত স্নেহভাজন পাত্র সুজন। বোর্ড সভাপতির ডাকেই বিসিবিতে কাজ করছেন তিনি, এমনটাও স্পষ্ট করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
সুজন বলেন, 'বিসিবিতে কাজ করা আমার জন্য আর্থিক ক্ষতি। সভাপতি পাপন ভাই বলেন, তাই করি। পাপন ভাই আমাকে খুব স্নেহ করেন। আরেকটি ভুল ধারণা হলো আমি নির্বাচকের কাজ করি। আমি কোনও সময় নির্বাচক ছিলাম না।'