promotional_ad

'নিলাম পরিকল্পনায়' আগে মুশফিক, পরে বাটলার

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেন জস বাটলার। সম্প্রতি নিজের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তোলার কথা বলেছেন মুশফিকুর রহিমও। এবার জানা গেল, বাটলারের আগেই কোনও বিশেষ স্মারক নিলামে তোলার কথা ভেবেছিলেন মুশফিক।


তবে অন্যান্য দেশের মতো এই দেশে নিলামের জন্য কোনও অনলাইন প্লাটফর্ম না থাকায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় মুশফিকের।


সম্প্রতি কালের কণ্ঠকে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, 'আপনি যেদিন খুদেবার্তা পাঠালেন, তারও ১৫ দিন আগে আমি ঠিক করে ফেলেছিলাম যে এই ব্যাটটি নিলামে তুলব।



promotional_ad

বলতে পারেন বাটলারের বিষয়টি প্রচারিত হওয়ার আগেই এটি আমার ভাবনায় এসেছিল। অন্যান্য দেশে যেমন ইবে-তে (অনলাইন মার্কেট প্লেস) এসব জিনিস বিক্রি করা হয়। আমাদের তো সে রকম কোনও প্লাটফর্ম নেই।'


করোনা মোকাবেলায় শুরু থেকেই তৎপর মুশফিক। এরই মাঝে বেশ কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালের গল টেস্টে ডাবল সেঞ্চুরি করে  প্রথম বাংলাদেশি হিসেবে অভিজাত এই ক্লাবে প্রবেশ করেছিলেন মুশফিক। সেই ইনিংসে বরাবর ২০০ রান করে আউট হন তিনি।


এবার সেই ঐতিহাসিক ইনিংসের ব্যাটটি হাতছাড়া করছেন মুশফিক। যদিও এখনও চূড়ান্ত হয়নি, ব্যাটের নিলাম কোথায় ও কীভাবে হবে।


ব্যাট নিলামে তোলা নিয়ে তিনি আরও বলেন, 'অনেক আগে ভাবলেও খুব দ্বিধায় ছিলাম এই ভেবে যে কীভাবে বিক্রি করব বা কত টাকা আসবে। বেশি টাকাই প্রত্যাশিত। কেননা আমি চাই বেশি মানুষকে সহযোগিতা করতে। তা বেশি মানুষের কাছে পৌঁছাবে কিনা এটা ভাবতে ভাবতেই বেশ কিছু দিন চলে গেছে।' 



ইংলিশ উইকেটরক্ষক বাটলারের জার্সিটি বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball