মারাই গেলেন ইমরুলের বাবা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ পর্যন্ত মারাই গেলেন জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস। রবিবার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। গত ২৩ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বানি আমিন। সেদিন বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি জানান, মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে বানি আমিন বিশ্বাসের।
এরপর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরবর্তীতে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
দুর্ঘটনায় একটি পা ভেঙে যাওয়ার পাশাপাশি কানে আঘাত পান বানি আমিন। সেসময় নিজের বাবার জন???য সকলের কাছে দোয়া চেয়েছিলেন ইমরুল। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুবরণ করতে হলো ইমরুলের বাবাকে।