promotional_ad

৫০০ পরিবারের পাশে দাঁড়ালেন সাব্বির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনায় বিপর্যস্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। সম্মিলিতভাবে সাহায্যের পাশাপাশি ব্যক্তিগতভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তারকা খেলোয়াড়রা। তাদের খাতায় এবারে নাম লেখালেন জাতীয় দলের তারকা খেলোয়াড় সাব্বির রহমান।


সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এই ক্রিকেটার ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) রাজশাহীর ৫০০ পরিবারকে ত্রাণ দেয়ার এই কথা তিনি ক্রিকফ্রেঞ্জিকে জানান।


promotional_ad

সাব্বির বলেন, 'আমি এই করোনা পরিস্থিতিতে পরিবার সহ রাজশাহীতে চলে এসেছি। পুরো রাজশাহীতে আজকে ত্রাণ দিলাম। ৫০০ পরিবারকে ত্রাণ দিয়েছি। বেসরকারি একটি প্রতিষ্ঠান আমার সাথে ছিল।'


করোনার এমন দুর্যোগকালীন সময়ে ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরও অনেক ক্রিকেটার। মুশফিকুর রহীম বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এসব সামগ্রীর মধ্যে আছে ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্ক। সেই সঙ্গে নিলামে উথাতে যাচ্ছেন প্রথম ডবল সেঞ্চুরি করা ঐতিহাসিক তাঁর ব্যাটটিও।


নিজ এলাকা নড়াইলে ব্যক্তিগত তহবিল থেকে ১২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মাশরাফি বিন মুর্তজা। একই সঙ্গে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থাও চালু করেন তিনি। শুধু তাই নয়, কারাবন্দীদের নিরাপত্তার স্বার্থে সাবান, মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার বিতরণও করেছেন তিনি।


‘ফুটস্টেপস’ নামক একটি সামাজিক সংগঠনের সঙ্গে যোগ দিয়ে সুবিধাবঞ্চিতদের সাহায্যে অনুদান দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও।  ২০০ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য বিতরণ করে এগিয়ে এসেছিলেন মোসাদ্দেক হোসেন। পাশে দাঁড়িয়েছিলেন তৃতীয় লিঙ্গের মানুষদেরও।


এদিকে বাগেরহাটের জনগণের জন্য ২০টি থার্মাল স্ক্যানার দিয়েছেন রুবেল হোসেন। আর সাবেক জাতীয় দলের পেসার সৈয়দ রাসেল এগিয়ে এসেছেন ৫০০ মানুষের সাহায্যার্থে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball