promotional_ad

বেশি দামে বিক্রি হবে ব্যাট, আশায় মুশফিক

ছবিঃ টুইটার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৩ সালের গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে অভিজাত ক্রিকেটে ডাবল সেঞ্চুরিয়ান ক্লাবে প্রথম বাংলাদেশি হিসেবে প্রবেশ করেছিলেন মুশফিক। সেই ম্যাচে ব্যবহার করা সেই ঐতিহাসিক ব্যাটটি করোনা মোকাবেলায় এবার হাতছাড়া করছেন মুশফিক। নিলামে তুলতে যাচ্ছেন তাঁর প্রিয় সেই ব্যাটটি। বেশি দামে নিজের ও দেশের প্রথম ২০০ হাঁকানো ব্যাটটি কিনে নিতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম।


নিজের ব্যক্তিগত টুইটারে টুইট করে এই আহ্বান জানান টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


promotional_ad

মুশি বলেন, 'এই ব্যাটটি আমার কাছে খুবই মূল্যবান। টেস্টে প্রথম ডবল সেঞ্চুরি করেছিলাম আমি এই ব্যাট দিয়ে। অনেক স্মৃতি জড়িয়ে আছে একে ঘিরে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি কভিড-১৯-এ বিপর্যস্তদের সহায়তায় আমি আমার এই ব্যাট নিলামে তুলবো। অনুগ্রহ করে এগিয়ে আসুন এবং তাদের সহায়তা করুন।'


মুশি টুইটারে একটি ভিডিও বার্তায় বিত্তবানদের প্রতি আহ্বান জানান তাঁর নিলামে তোলা ব্যাটটি যেন তাঁরা বেশি দাম দিয়ে করোনায় দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসবেন। মুশফিক বলেন, 'আমি সকল সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাচ্ছি সবাই, দেশে বা দেশের বাইরে যেখানেই থাকেন না কেনো, নিলামে অংশগ্রহণ করবেন, এবং বেশি দাম দিয়ে আমার এই ব্যাটটি কিনে নেবেন।'


তিনি আরও বলেন, 'এই ব্যাট বিক্রির অর্থ কোভিড-১৯ এ আক্রান্ত মানুষদের সাহায্যার্থে ব্যয় করা হবে। কিভাবে এবং কোথায় নিলাম হবে আপনাদের শীঘ্রই তা জানিয়ে দেয়া হবে।'


এর আগে রবিবার (১৯ এপ্রিল) গণমাধ্যমকে মুশফিক বলেন, 'যদি দেখি যে ডাবল সেঞ্চুরির ব্যাটে ভালো সাড়া মিলছে, তাহলে আমার কাছে আরও স্মারক আছে, সেগুলোও নিলামে তুলব। আমার ত্যাগ থেকে যদি মানুষের উপকার হয়, এর থেকে ভালো কিছু আর হতে পারে না আমার কাছে।'


করোনা মোকাবেলায় শুরু থেকেই তৎপর মুশফিক। এরই মাঝে বেশ কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেক অনুদান দিয়েছেন তিনি। শুধু তাই নয়। বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এসব সামগ্রীর মধ্যে আছে ২০০টি করে পিপিই, গ্লাভস ও মাস্ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball