promotional_ad

শুধু ব্যাট নয়, স্মারক নিলামে তুলতেও প্রস্তুত মুশফিক

ফাইল ফটো
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ঐতিহাসিক ব্যাট নিলামে তুলে আলোচনায় এসেছেন মুশফিকুর রহিম। এবার জানা গেল শুধু ব্যাট নয়, করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থদের সাহায্য করতে প্রয়োজনে নিজের অন্যান্য ক্রিকেটীয় স্মারকও নিলামে তুলবেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 


রবিবার গণমাধ্যমকে মুশফিক বলেন, “যদি দেখি যে ডাবল সেঞ্চুরির ব্যাটে ভালো সাড়া মিলছে, তাহলে আমার কাছে আরও স্মারক আছে, সেগুলোও নিলামে তুলব। আমার ত্যাগ থেকে যদি মানুষের উপকার হয়, এর থেকে ভালো কিছু আর হতে পারে না আমার কাছে।”


এর আগে গত শনিবার, নিলামে মুশফিকের ঐতিহাসিক ব্যাট তোলার ব্যাপারে জানা গেছে। এই ব্যাপারে মুশফিক মিডিয়াকে বলেন, “অবশ্যই ব্যাটটি আমার কাছে স্পেশাল। এরকম একটা ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে ওই ব্যাট দিয়েই, অনেকের চাইলেও এমন কিছুর সৌভাগ্য হয় না।



promotional_ad

প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তো আর কেউ হতে পারবে না। আমার খুবই ভালোলাগার একটি ব্যাট এটি। কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি।”


করোনা মোকাবেলায় শুরু থেকেই তৎপর মুশফিক। এরই মাঝে বেশ কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালের গল টেস্টে ডাবল সেঞ্চুরি করে  প্রথম বাংলাদেশি হিসেবে অভিজাত এই ক্লাবে প্রবেশ করেছিলেন মুশফিক। সেই ইনিংসে বরাবর ২০০ রান করে আউট হন তিনি।


এবার সেই ঐতিহাসিক ইনিংসের ব্যাটটি হাতছাড়া করছেন মুশফিক। যদিও এখনও চূড়ান্ত হয়নি, ব্যাটের নিলাম কোথায় ও কীভাবে হবে। এর আগে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেক অনুদান দেন তিনি।


এছাড়া, বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এসব সামগ্রীর মধ্যে আছে ২০০টি করে পিপিই, গ্লাভস ও মাস্ক। 



মুশফিক আরও বলেন, “আমার এই ত্যাগের কারণে যদি দুই-একজন মানুষেরও উপকার হয়, এই দুঃসময়ে তারা কিছু সাহায্য পায়, তাহলে সেটিই আমার জন্য হবে বড় পাওয়া।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball