promotional_ad

টপ অর্ডারে ব্যাট করতে চান মোসাদ্দেক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ জাতীয় দলে টপ অর্ডারে ব্যাটিংয়ের আগ্রহ প্রকাশ করেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তিনি জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেট টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন তিনি।


ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা যায় মোসাদ্দেককে। যদিও জাতীয় দলে তাঁর ভূমিকা একজন ফিনিশার হিসেবে। লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলে শুরু থেকেই মেরে খেলতে হয়। সময় নিয়ে ব্যাটিং করা যায় না। এ কারণেই টপ অর্ডারে ব্যাটিংয়ের আগ্রহ প্রকাশ করেছেন এই অলরাউন্ডার।



promotional_ad

এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, 'ঘরোয়া ক্রিকেটে আমি উপরে ব্যাট করি। আমি যদি এই জায়গায় ব্যাটিং করার সুযোগ পাই পাঁচ বা দশ ম্যাচে আমি নিজেকে প্রমাণ করতে পারবো এবং আমি যদি খারাপ খেলি তাহলেও হতাশ হবো না। কারণ আমি নিজেকে বলতে পারবো বাজে খেলার কারণে আমাকে নিচে খেলতে হচ্ছে।'


এক-দুইটি ম্যাচে টপ অর্ডারে সুযোগ পেলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করেন মোসাদ্দেক। তিনি বলেন, 'ঘরোয়া ক্রিকেটে আমি সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করি। আমি সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবো। পাঁচ বছর ধরে আমি জাতীয় দলে খেলছি। আমি যদি ভুল না করি একটি বা দুটি ম্যাচে আমি উপরে ব্যাট করার সুযোগ পেয়েছি।'


মোসাদ্দেক জানিয়েছেন, নিজের কথা চিন্তা করলে আরও দুই-একটি হাফ সেঞ্চুরি বেশি পেতেন। তবে লোয়ার অর্ডারে তিনি যখন ব্যাটিং করেন তখন দলের কথা চিন্তা করেই খেলতে হয়। এ কারণেই নিঃস্বার্থ ভাবে ব্যাটিং করার চেষ্টা করেন বলে জানালেন মোসাদ্দেক।



এই অলরাউন্ডার বলেন, 'বিশ্বকাপের সময় আমি সাকিব ভাইয়ের সঙ্গে অনেকবার কথা বলেছি। সাকিব ভাই আমার সাথে একমত হয়েছেন যে আমি যদি নিজের জন্য ব্যাট করি থাহলে দুটি অথবা তিনটি হাফ সেঞ্চুরি পাবো কিন্তু আমি দলের কথা চিন্তা করছি। এই সময় এটা বড় অপরাধ নিজের জন্য খেলা যখন আমার হাতে ১০-১২ ওভার থাকে। তখন ৬০-৭০ রান করা সম্ভব হয় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball