মুশফিকের করোনা 'যুদ্ধের' সঙ্গী হতে চান সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একটা সময় সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীমের জুটির রসায়ন ছিল দারুণ। এই দুই ব্যাটসম্যানের প্রয়াসে অনেক ম্যাচই খাদের কিনারা থেকে জিতে ফিরেছে বাংলাদেশ। খেলার মাঠের বাইরে মুশফিকের সঙ্গে অন্যরকম এক জুটি গড়তে চাইছেন সাকিব। আর এই জুটিটি প্রাণঘাতী করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের।
করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সাকিব। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাকিব আল হাসান ফাউন্ডেশনের ওয়েবসাইট প্রকাশকালে ফেসবুক লাইভে এসে নিজের সংস্থার সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের যোগদানের আহ্বান জানান জাতীয় দলের এই সেরা অলরাউন্ডার। বিশেষ করে মুশফিকের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সাকিব বলেন, 'আমি মুশফিক ভাইয়ের সাথে গত কয়েকদিন ধরে কথা বলছি। তিনি কিছুদিন আগে তাঁর এলাকায় সহায়তা করেছেন। তিনি খেলোয়াড় অনুদান তহবিলেও অংশ নিয়েছেন এবং ভবিষ্যতের দিনগুলিতে তিনি আরও বেশি লোককে সহায়তা করবেন।'
সাকিব আরও বলেন, 'আমি আশা করি আমাদের ফাউন্ডেশন মুশফিক ভাইয়ের সাথে মিলে একসাথে কাজ করবে এবং আগামী দিনে আমরা তাঁর স্থানীয় এলাকায়ও সাহায্যের হাত বাড়িয়ে দিব।
কিছুদিন আগেই বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ২০০ মাস্ক এবং ২০০ গ্লাভস সহ সমপরিমান পার্সোনাল প্রটেক্টিভ ইকুপমেন্ট (পিপিই) সরবরাহ করেন বগুরার প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য।