পরিবারের সঙ্গে থাকার এটাই সেরা সময়ঃ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট থেকে দূরে থাকায় কমেছে তাঁর ব্যস্ততা। কিন্তু একেবারেই থেমে যায়নি। ফাউন্ডেশন গড়ে সাকিব নেমে পড়েছেন করোনায় বিপর্যস্ত মানুষদের সাহায্যে।
ক্রিকেট খেলার সময় নিজের পরিবারকে ঠিকমতো সময় দিতে পারতেননা সাকিব। যেহেতু এখন আর খেলাধুলা নেই, ফলে তিনি কাটাচ্ছেন লম্বা ছুটি। করোনার প্রকোপে ঘরে থাকায় বেশ সময় দিচ্ছেন পরিবারকেও।

সাকিব বলেন, 'আসলে সবসময় তো অভিযোগ করা হতো সময় নাই সময় নাই, ফ্যামিলির জন্য সময় নাই। এখন অনেক সময় আছে। আমার মনে হয় এটাই সেরা সময় পরিবারের সাথে কাটানোর জন্য। যেহেতু আমার একটা বাচ্চা আছে তাই স্বাভাবিকভাবেই খেলার কারণে ওর সঙ্গে ওইভাবে সময় কাটানো যায়নি। তাই আমি এখন যখন ওর সাথে সময় কাটাই আমার কাছে মনে হয় আমি আসলে কত কিছু মিস করে গিয়েছি।'
বৃহস্পতিবার নিজের ফাউন্ডেশনের ওয়েবসাইট প্রকাশের সময় ফেসবুক লাইভে এসে তিনি এ কথা জানান।
করোনার দিনগুলোতে পেয়েছেন তাঁর মেয়ে আলাইনাকে সব সময় কাছে কাছেই। তাই তাকে পর্যাপ্ত সময় দিচ্ছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন, 'আমার কাছে সবচেয়ে মজার বিষয় হল বাচ্চার সঙ্গে অনেক সময় কাটানো হচ্ছে। সারাক্ষণ ও আমার সঙ্গে গল্প করে আমিও ওর সঙ্গে খেলা করি, ভিডিও গেমস হোক বা অন্য যে কোনো খেলা হোক। আমি এভাবেই আসলে আমার সময়টা উপভোগ করছি।'
একই সঙ্গে সাকিব কামনা করেন খুব দ্রতই পৃথিবী করোনার করাল গ্রাস থেকে নিস্তার পাবে। সাকিবের মতে, 'এটা চিন্তা করে বেশ খারাপ লাগছে পুরো পৃথিবীর অবস্থাটা এখন ভালো না। আমাদের দেশেরও ভালো না এবং আমি দোয়া করছি সবাই যেন তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে। যত দ্রুত সম্ভব এই ভাইরাস থেকে মুক্ত হই আমরা।'