পিসিবির দ্বৈতনীতিতে অসন্তুষ্ট ইউসুফ

ছবি: ছবিঃ- পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বৈতনীতিতে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। মূলত কোচিং অভিজ্ঞতা না থাকা মিসবাহ উল হককে প্রধান কোচ বানানোয় হতাশ হয়েছে সাবেক এই ব্যাটসম্যান।
একদিকে অভিজ্ঞ কোচ চেয়েছে পিসিবি, অপরদিকে মিসবাহর মতো অনভিজ্ঞ কোচকে বেছে নিয়েছে তাঁরা। এ কারণেই অবাক ইউসুফ।

মিডিয়াকে ইউসুফ বলেন, 'আমি বুঝতে পারছি না যে বোর্ড এমন দ্বৈতনীতিতে অবস্থান করছে কেন! একদিকে ওরা যোগ্যতাসম্পন্ন কোচ চায়। অপরদিকে ওরা মিসবাহকে কোচ বানিয়ে দিলো। যদিও মিসবাহর ক্লাব পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতাও নেই।
মিসবাহকে শুধুই মেধার ভিত্তিতে নিয়েছে বোর্ড। ব্যাপারটা হাস্যকর। একইসাথে তাকে পিএসএলে কোচিংয়ের অনুমতি দিয়েছে বোর্ড, যেন সে অভিজ্ঞ হতে পারে। এটা আরও হাস্যকর!'
আজহার আলীকে ওয়ানডে দলে নেননি মিসবাহ। এ কারণেই চটেছেন নিজের সময়ের অন্যতম সেরা পাক ব্যাটসম্যান ইউসুফ।
ইউসুফ বলেন, 'আমি কিছুদিন আগে মিডিয়ায় দেখেছি মিসবাহ সততা নিয়ে কথা বলছিল। সে যখন কোচ হলো তখন আজহার আলীকে ওয়ানডেতে নিলো না।
আজহার দলে থাকলে সে ওপেন বা তিনে খেলত, একটু সময় নিলেও ভালো করতে পারতো। মিসবাহ তাকে নেয়নি কেননা সে মিসবাহর মতোই ধীরগতিতে খেলে।'