আইপিএলের জন্য পেছাবে না এশিয়া কাপ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ৩ মে পর্যন্ত ভারতের সব রাজ্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ফলে শঙ্কার মুখে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরূপ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে এবারের আসরটি। তবে গুঞ্জন আছে পরিস্থিতি ভালো হলে এবছরই হতে পারে আইপিএল।
৩ মে’র পর পরিস্থিতি পর্যালোচনা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর সেপ্টেম্বরে আইপিএল আয়োজন করার চিন্তা রয়েছে তাদের। যদিও সে সময় মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপের।

কিন্তু বিসিসিআইয়ের এই ভাবনার সঙ্গে একমত নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। তিনি সাফ জানিয়েছেন, আইপিএলের জন্য দরজা খুলে দিতে এশিয়া কাপকে কোনোভাবেই বাতিল করা যাবে না। অংশগ্রহণকারী সব দেশের কাছে এশিয়া কাপের গুরুত্ব বেশি বলে দাবি করেছেন পিসিবি প্রধান।
এহসান মানি বলে, 'আমি এই ব্যাপারে শুনেছি। কিন্তু শুধু ভারত ও পাকিস্তানই এটার নির্ধারক না, আরও দেশ খেলবে এখানে। যদি তখন ক্রিকেট খেলা আবার শুরু হয় তাহলে এশিয়া কাপ হওয়া দরকার। এই টুর্নামেন্টের সাথে এশিয়ার ক্রিকেটের উন্নয়ন জড়িত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর জন্য এটা গুরুত্বপূর্ণ।'
ভারতের আপত্তিতে পাকিস্তানের বদলে দুবাই আর সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপ। যদিও ভেন্যুতে পরিবর্তন আসতে পারে। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে দ্রুত ক্রিকেট মাঠে ফিরবে না বলে মনে করছেন এহসান মানি।
মানি বলেন, 'আমরা জানি না তখন কী হবে। যদি পরিস্থিতির পরিবর্তন হয় তাহলে অবশ্যই আমরা এশিয়া কাপ আয়োজন করতে চাই। কারণ আগামী দুই বছরের জন্য সদস্য দেশগুলোর উন্নয়ন ফান্ডের জন্য এই টুর্নামেন্ট থেকে উপার্জিত অর্থ ব্যয়ে কাজে লাগানো হবে।
বিশ্ব যে পরিস্থিতির দিকে এগোচ্ছে খুব দ্রুত ক্রিকেট মাঠে ফিরবে বলে মনে হচ্ছে না। দর্শকশূন্য গ্যালারিতে খেলা হওয়ার প্রস্তাব দেয়া হলেও ক্রিকেটারদের মানসিক প্রস্তুতিও এখানে বড় বিষয়।'