promotional_ad

রানের চূড়ায় থেকেও উইকেটশূন্য যারা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রাচীনতম ফরম্যাট হওয়ায় ‘টেস্ট ক্রিকেট’ বিশ্বজুড়ে ভক্তদের মাঝে সর্বদা বিশেষ মর্যাদা পেয়ে থাকে। সেই সঙ্গে লঙ্গার ভার্শনের এই ক্রিকেট বহু কিংবদন্তির উত্থানের মঞ্চ হিসেবে বিবেচিত এবং অসংখ্য স্মৃতিও রয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সকল প্রকারের ক্রিকেট। বন্ধ হবার আগ পর্যন্ত এযাবৎ মোট ৪৭৭৪ টি টেস্ট খেলা হয়েছে (অস্ট্রেলিয়া ও আইসিসি ওয়ার্ল্ড ইলেভেনের মধ্যে একটি খেলা সহ)।


ফলে সাদা পোশাকের এই ক্রিকেটে রেকর্ডের কমতি যে নেই তা বুঝতে রকেট সায়েন্স বোঝার দরকার বোধ করি হবে না। সাদা পোশাকের এই ক্রিকেটে রয়েছে ১০ হাজারের বেশি রান সংগ্রাহক ব্যাটসম্যান, ম্যাজিক দেখানো উইকেট, নজরকাড়া বোলিং এবং সেই সঙ্গে অজস্র কীর্তির ঝুলি।


শুধু তাই নয়, ক্রিকেটের সর্বাধিক পুরাতন এই ফরম্যাটে কিছু খেলোয়াড় রয়েছেন যারা রান সংগ্রহ করেছেন পাহাড়সমান। কিন্তু বল করেও পাননি কোনো উইকেটের স্বাদ। আমাদের আজকের আয়োজন এমনই পাঁচ টেস্ট ক্রিকেটারদের নিয়ে যারা কিনা ব্যাট হাতে ইতিহাসের সর্বাধিক রান করলেও বল হাতে ছিলেন উইকেটশূণ্য।


৫- ম্যাথু হেইডেনঃ


তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অজি ব্যাটসম্যান ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ান এই ওপেনার সেই যুগে খেলতেন যখন অস্ট্রেলিয়া দলটি বিশ্বজুড়ে ক্রিকেটে একচেটিয়া আধিপত্য বিস্তার করছিল। হেইডেনের বিস্ময়কর ক্যারিয়ার চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়েছিল দলের শীর্ষস্থানীয় ব্যাটসম্যান হিসাবে তিনি কতটা অসাধারণ।


বামহাতি এই ব্যাটসম্যানটি টেস্টে ৫০.৭৩ গড়ে সেরা 86 86২৫ রান সংগ্রহ করেছেন। টেস্ট ক্যারিয়ারে ৩০টি সেঞ্চুরি এবং ২৯টি হাফ-সেঞ্চুরির মালিক তিনি। কিন্তু বোলিংয়ে তার ভাগ্য তাকে সাফল্যের মুখ দেখতে দেয়নি। ক্যারিয়ারে হেইডেন ৫৪টি ডেলিভারি করেছিলেন এবং ৪.৪৪ ইকোনোমি রেটে ৪০ রান দিয়েছিলেন। কিন্তু তিনি কোনও উইকেট পাননি।


promotional_ad


৪- ইনজামাম উল হকঃ


পাকিস্তানের ক্লাস ব্যাটসম্যান ইনজামাম-উল-হক, ছিলেন একজন অন্যতম সফল অধিনায়ক। ব্যাট হাতে তিনি ছিলেন একজন প্রতিভাবান ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে মুলতানের বংশোদ্ভূত সাবেক এই ব্যাটসম্যান ৫৪.০২ গড়ে ৮৮৩০ রান সংগ্রহ করেছেন। ইনজি তার ক্যারিয়ারে ২৫টি সেঞ্চুরি এবং ৪৬টি অর্ধশতকের ইনিংস খেলেছিলেন।


লাল-বলের ক্রিকেটে এই ট্রিপল-সেঞ্চুরিয়ান কোনওভাবেই যে বোলিংয়ে আগ্রহী ছিল না সেটি তাঁর পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ পায়। ইনজামাম কেবল টেস্টে ৯টি বল করেছিলেন এবং ৫.৩৩ ইকোনোমিতে 8 রান দিয়েছিলেন। তিনি উইকেট ছাড়াই ক্যারিয়ার শেষ করেছেন।



৩- হাসিম আমলাঃ


দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান টপ অর্ডার হাসিম আমলা তার ক্লাস, শান্ত মনোভাব এবং এবং স্টাইলিশ ক্রিকেটিং শটের জন্য খ্যাতিমান ছিলেন। তাঁর লেগ-সাইড ফ্লিক এবং দুর্দান্ত কভার ড্রাইভ বিশ্বজুড়ে অনেক ক্রিকেট ভক্তকে করেছে মুগ্ধ।


টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম এই প্রোটিয়া ব্যাটসম্যান তাঁর ক্যারিয়ারে ২৮ টি সেঞ্চুরি এবং ৪১ টি অর্ধশতক নিয়ে নামের পাশে লিখিয়েছেন ৯৮২২ রান। ডার্বান-বংশোদ্ভূত এই ক্রিকেটার ৪.১১ ইকোনোমিতে ৫৪ টি বল করেছিলেন, তবে কখনও দেখা পাননি উইকেটের।



২- ব্রায়ান লারাঃ


ক্রিকেটের বরপুত্র হিসেবে পরিচিত ব্রায়ান চার্লস লারা তাঁর রোমাঞ্চকর স্ট্যান্ড, ব্যাটিং ধরণের মাধ্যমে ক্রিকেট প্রেমীদের মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছেন। ব্যাট হাতে তাঁর উইকেটে আসা মানেই ছিল দৃষ্টিনন্দন ক্রিকেটের প্রদর্শনি শুরু হওয়া।


গ্রহের একমাত্র মানুষ ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে ৪০০ রানের পেটেন্ট রয়েছে ব্রায়ান লারার নামে। ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে ১১,৯৯৩ রান সংগ্রহ হয়েছে ৫২.৯৮ গড়ে। বাঁ-হাতি এই ব্যাটসম্যান লাল-বলের ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি এবং ৪৮ হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন।


ব্যাট হাতে এতো এতো সফলতা পেলেও বল হাতে তিনি ছিলেন একেবারেই অনুজ্জ্বল। ১৩১ টেস্টে লারা ২.৮০ ইকোনোমি রেটে ৬০ বল করেছিলেন, তবে উইকেটের স্বাদ গ্রহণ করতে ব্যর্থ হন তিনি।



১- কুমার সাঙ্গাকারাঃ


ব্যাটিংয়ের মাস্টার এবং টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী কুমার সাঙ্গাকারা বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য জনপ্রিয় একটি নাম। দুর্দান্ত এই বাঁ-হাতি ব্যাটসম্যান লাল বলের ক্রিকেটে ১১ টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যা কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরে দ্বিতীয় সর্বোচ্চ।


৫৭.৪০ গড়ে সাঙ্গাকারা ১২,৪০০ রান সংগ্রহ করেছেন। যার ভেতর রয়েছে ৩১১ এর দুর্দান্ত এক ইনিংস। সাঙ্গাকারা তাঁর নামের পাশে লিখিয়েছেন ৩৮টি সেঞ্চুরি এবং ৫২টি অর্ধশতক। টেস্টে খণ্ডকালীন অফ-ব্রেক বোলার হিসেবে দেখা যেত তাকে। ১৩৪ টেস্টে ৮৪টি ডেলিভারি তিনি করেছেন। কিন্তু থেকে গিয়েছেন উইকেটহীন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball