সাকিবের চোখ ২০২৩ বিশ্বকাপে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসান ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন গেল বছরের অক্টোবরের ২৯ তারিখে। জুয়ারিদের দেয়া ম্যাচ পাতানোর প্রলোভন উপেক্ষা করা স্বত্বেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসির) নিয়মের মারপ্যাচে পড়ে এক বছরের জন্য সকল প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটের এই বরপুত্র। নিষিদ্ধ হলেও নজর তাঁর ঠিকই আগামী বিশ্বকাপের দিকে।
২০২৩ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আজ থেকে তিন বছর পরের সেই বিশ্বকাপের বাংলাদেশ দলটা ২০১৯ বিশ্বকাপের তুলনায় আরও বেশি গোছালো হবে বলেই মনে করেন সাকিব। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে তিনি জানান, বাংলাদেশ যদি জাতীয় ক্রিকেটারদের বর্তমান অবস্থাকে ধরে রাখতে পারে তবে আগামী ২০২৩ সালে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে অনেক দূর পৌঁছে যাবে।

সাকিব বলেন, 'এখন যেই দলটা আছে, সেখানে মোটামুটি সবই আছে। তবে ক্রিকেটারদের পরিচর্যা অনেক বেশি দরকার। প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। আমার মনে হয় আমরা খুব ভালো দল হয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে যেতে পারব।'
সেই সঙ্গে নিজেদের খেলা নিয়েও বেশ আশাবাদী দেখা গেল এই অলরাউন্ডারকে। সাকিবের মতে, 'আমরা ভারতে খেলবো। তাদেরও আমাদের মতো অবস্থা রয়েছে। যদিও আইসিসি ইভেন্টগুলিতে কন্ডিশন গুরুত্বপূর্ণ নয়। উইকেট বেশিরভাগই ভাল এবং ব্যাটিং বান্ধব, এটি ২০১৫ এবং ২০১৯ সালে একই ছিল।'
নিষিদ্ধ হবার আগে ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব কাটিয়েছিলেন ক্যারিয়েরের অন্যতম স্বর্ণযুগ। ৮ ম্যাচে করেছেন ৬০৬ রান। সেই সঙ্গে ঝুলিতে পুরেছিলেন ১২ উইকেট। বিশ্বকাপের ইতিহাসেই সাকিব আল হাসানের মতো অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে পারেনি আর কেউি। টুর্নামেন্ট জুড়ে পুরো বাংলাদেশ দলকে একাই টেনেছেন ক্রিকেটের এই বরপুত্র।