পাকিস্তানকে সিংহাসনে বসানোর লক্ষ্য আজহারের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে নিয়ে বড় স্বপ্ন বুনছেন আজহার আলী। ভয়ডরহীন ক্রিকেট খেলে টেস্ট ক্রিকেটে নিজ দেশকে সিংহাসনে বসানোর লক্ষ্য পাকিস্তান টেস্ট দলের অধিনায়কের। শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও একই মন্ত্রে সফল হতে চান আজহার।
দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের নেতৃত্ব পেয়েছেন আজহার। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ৬ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২টিতে, হার ৩টিতে। করোনাভাইরাসের কারণে মাঠের খেলা বন্ধ হওয়ার আগে জিতেছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে।

দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিলেও ভয়ঙ্কর এই ভাইরাসের কারণে তা আর মাঠে গড়ায়নি। সম্প্রতি এক ভিডিও বার্তায় আজহার বলেন, 'আমাদের পরিকল্পনা হলো ভয়ডরহীন ক্রিকেট খেলা। লক্ষ্য একটাই টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে এক নম্বর বানানো।
এর জন্য দেশের মাটিতে আমাদেরকে অতিমানবীয় ক্রিকেট খেলতে হবে। শুধু দেশেই না বিদেশেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে। সেখানেও একই ধরণের ক্রিকেট খেলতে হবে। তবেই আমরা সফল হবো।'
করোনাভাইরাস শঙ্কার মুখে ফেলেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপকেও। এমন অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়িয়ে দেয়া ছাড়া উপায় দেখছেন না আজহার। সব সদস্য দেশের কথা ভেবেই আইসিসি এই সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী পাকিস্তান অধিনায়ক।
আজহার বলেন, 'বর্তমান পরিস্থিতি বিবেচনায় সূচী অনুযায়ী সব ম্যাচ শেষ করা কঠিন হয়ে দাঁড়াবে আইসিসির জন্য। এমন অবস্থায় আইসিসির কাছে আশা করছি, তারা সময় বাড়িয়ে দিবে। যেন সব সদস্য দেশ তাদের ম্যাচগুলি শেষ করতে পারে।'