promotional_ad

এবারে সাইকেল চালিয়ে সমালোচনায় শোয়েব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একের পর এক সমালোচনার জন্ম দেয়াই যেন নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে সাবেক পাক গতি তারকা শোয়েব আখতারের। কখনো কাউকে ধুয়ে দিয়ে উঠে আসছেন আলোচনায়, কখনোবা নিজেই অদ্ভুত কার্যকলাপ করে জায়গা করে দিচ্ছেন তাঁর সমালোচনা করার।


করোনার প্রভাবে লকডাউনে যেখানে গোটা পাকিস্তানের মানুষ যখন গৃহবন্দী, সেই সময় নিয়মভঙ্গ করে রাস্তায় বের হয়ে ফের আলোচনায় এলেন সাবেক এই পেসার। রাস্তায় বের তো হয়েছেনই। সেই সঙ্গে সাইকেল চালানোরত অবস্থায় ভিডিও করেছেন এবং তা আপলোড করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।



promotional_ad

ভিডিওতে দেখা যায়, রাজধানী ইসলামাবাদের জনশূন্য রাস্তায় একা একা সাইকেল চালাচ্ছেন তিনি। তার মুখে ছিলো না মাস্ক। এ সময় ভিডিওতে তিনি বলছেন, ‘আমার সুন্দর শহরে সাইকেল চালাচ্ছি। দারুণ আবহাওয়া। জনশূন্য রাস্তা। এটাই শরীরচর্চার জন্য সেরা।’


অথচ কিছুদিন আগেই করোনার সংক্রমণ ঠেকাতে জনগণকে পরামর্শ দিয়েছিলেন তিনি ঘর থেকে বের না হবার জন্য। এখন নিজেই সেটি বেমালুম ভুলে নেমে পড়েছেন রাস্তায়।


শোয়েবের এই কীর্তিতে ক্ষেপেছেন পাকিস্তানের নাগরিকরা। সেই ভিডিওর নিচে একজন কমেন্টে লিখেছেন, ‘কিছুদিন আগেই মানুষকে সচেতন করতে অনেক বার্তা দিয়েছেন আপনি। আর এখন লকডাউনে আপনিই ঘরের বাইরে। এটি মোটেও উচিৎ হয়নি। আপনি একজন তারকা। আপনাকে দেখে অনেকেই শিখবে। তারাও যদি এভাবে বের হয়ে আসেন, তা কি ঠিক হবে?’



এদিকে তাঁকে ‘স্বার্থপর’ আখ্যায়িত করে একজন লিখেন, ‘আপনি সাধারণ মানুষকে সচেতন করছেন, আবার আপনিই বাড়ির বাইরে। লকডাউনের মতো এই ভয়াবহ পরিস্থিতিতে আপনি বেকুবের মতো কাজ করছেন। আবারো হাসিমুখে তা সবাইকে দেখাচ্ছেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball