হুইলচেয়ার দলের ২২ ক্রিকেটার পাচ্ছেন বিসিবির অনুদান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করোনার প্রভাবে চলতি অস্থিতিশীল অবস্থায় জাতীয় দলের খেলোয়াড়, প্রথম শ্রেণীর খেলোয়াড়, জাতীয় নারী দল, বিসিবির স্বল্প দেতনের স্টাফদের জন্য অনুদানের ব্যবস্থা করেছে। এবারে তাদের উদ্যোগে অনুদান পেতে যাচ্ছেন হুইলচেয়ার ক্রিকেট দলের ২২ খেলোয়াড়।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হুইলচেয়ার ক্রিকেটারদের দেওয়া হবে ১০ হাজার টাকা করে।

জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, 'হুইলচেয়ার ক্রিকেটাররা আবেদন করেছিল অনুদান চেয়ে। সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিয়েছেন। তাদের প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।'
এদিকে অনুদান পাবার ঘোষণায় বেশ উচ্ছ্বাসিত দলের সদস্যরা। অধিনায়ক মোহাম্মদ মোহসিনের কথায় প্রমাণ মেলে তারই।
মহসিন ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'আমাদের ২২ জনকে ১০ হাজার করে টাকা দেয়া হচ্ছে। এখনো অর্থ হাতে পাইনি তবে আশা করছি দ্রুই হাতে পাবো। জালাল ইউনুস স্যার আমাদের এই সহায়তায় এগিয়ে এসেছেন। অনেক উপকার হয়েছে আমাদের জন্য। এখন আমরা চলতে পারব কয়েকদিন।'
তিনি আরও বলেন, 'এই পরিস্থিতিতে বিসিবির এই উদ্যোগ খুবই প্রয়োজন ছিল আমাদের। বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। দলের সবাই এখন একটু স্বস্তিতে আছে খবর শোনার পর।'