সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাবে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। ফলে ক্ষতির সন্মুখীন হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। এসকল ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে এগিয়ে আসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সম্মিলিত উদ্যোগে, একক প্রচেষ্টায় বা ফাউন্ডেশন গড়ে তহবিল সংগ্রহ করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলেই। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা পর্যন্ত বাদ নেই কেউই।
সর্বপ্রথম জাতীয় দলের ২৭ ক্রিকেটার তাদের বেতনের অর্ধেকটা দিয়ে সরকারের তহবিলে অনুদান দেন। এর ভেতর ছিলেন তামিম ইকবালও। সেবার দলগতভাবে অনুদান দিলেও এবারে এককভাবেই এগিয়ে এলেন দেশসেরা এই ওপেনার। ‘ফুটস্টেপস’ নামক একটি সামাজিক সংগঠনের সঙ্গে যোগ দিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ালেন এই তারকা খেলোয়াড়।

কত টাকা অনুদান হিসেবে দিয়েছেন তা প্রতিষ্ঠানটি উল্লেখ করেনি। কিন্তু তাঁরা বলছে বড় অর্থ অনুদান দিয়েছেন তামিম। সেই সঙ্গে তামিমকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
নিজেদের ফেসবুকে একটি পোস্টে তাঁরা লিখেছে, ‘আমরা ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে বড় অঙ্কের অনুদানের জন্য।। তার দেয়া অনুদান দিয়ে কোভিড-নাইনটিন পূনর্বাসন প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিতদের খাবার সরবরাহ করা হবে।’
একই সঙ্গে সমাজের বিত্তশালীদের যোগ দেওয়ার আহ্বান করে জানানো হয়েছে ‘ফুটস্টেপস’র পক্ষ থেকে। তাঁরা আরও লিখেছে, ‘তামিম আমাদের অভিযানে যোগ দিয়েছে এবং আপনিও আমাদের সাধ্যমত সাহায্য করতে পারেন সংগ্রাম করা এসব পরিবারে খাবারের যোগান দিতে। এই মহামারী থেকে বাঁচতে সাহায্য করতে।’