promotional_ad

শোয়েবকে এক হাত নিলেন কপিল দেব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের ত্রাণ তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারের বলেছিলেন, ত্রান তহবিল বাড়াতে দুই দেশের মধ্যকার সিরিজ বড় ভূমিকা পালন করবে।


শোয়েব আশাবাদী ছিলেন তাঁর প্রস্তাবে সাড়া দেবে দুই দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু বোর্ডের সাড়া দেয়ার আগেই কড়া জবাব দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। সাবেক এই পেসারের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন তিনি।


কপিল মনে করেন, ভারতের টাকার দরকার নেই। প্রয়োজন হলে বোর্ড এগিয়ে আসবে। কিন্তু শোয়েবের প্রস্তাব কোনোভাবেই মেনে নেয়ার মতো না। টাকা তোলার জন্য ভারতের ম্যাচ খেলার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কপিল।



promotional_ad

কপিল দেব বলেন, ‘শোয়েব ওর নিজের মতামত দিয়েছে। তবে আমাদের টাকা তোলার কোনা দরকার নেই। আমাদের অনেক অর্থ আছে। বিসিসিআই ৫১ কোটি টাকা দিয়েছে। প্রয়োজন হলে আরও দেবে বোর্ড। ম্যাচ খেলে ভারতের টাকা তোলার কোনো দরকার আছে বলে মনে করি না।’


রাজনৈতিক বৈরিতায় ২০০৭ সালের পর পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। আইসিসির ইভেন্ট ও এশিয়া কাপেই কেবল দেখা হয় প্রতিবেশী দেশ দুটির। শোয়েব ভেবেছিলেন করেছিলেন, করোনাভাইরাস একসঙ্গে মাঠের লড়াইয়ে ফিরিয়ে আনবে ভারত এবং পাকিস্তানকে।


কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরিজ আয়োজন করা সম্ভব নয়। যদিও করোনার ভয়াবহতা শেষ হলে সিরিজটি আয়োজন করার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব। এটাও বলেছিলেন যে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে সিরিজটি আয়োজন করতে।


সে প্রসঙ্গেই কপিল বলেন, ‘পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এমন নয়। এর মধ্যে ক্রিকেটারদের নামিয়ে তাঁদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার কোনও দরকার নেই। আর তিনটে ম্যাচ করে কত টাকা পাওয়া যাবে? আমার মতে, আগামী পাঁচ-ছয় মাস ক্রিকেটের কথা ভাবাই উচিত নয়।'



'এখন যেটা করা সবচেয়ে বেশি প্রয়োজন, কর্তৃপক্ষ একসঙ্গে বসে সেটাই করছে। পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। টিভিতে এখনও আমি রাজনীতিবিদদের কাছ থেকে অনেক ব্লেম গেম দেখে অবাক হয়ে যাই এবং এটা এখনই বন্ধ করা উচিৎ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball