দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ সাব্বিরের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেশে করোনার প্রভাবে লকডাউন হয়ে গিয়েছে বেশ কিছু এলাকা। জনমনে বিরাজ করছে আতঙ্ক। ভাইরাসটি যেন ছড়িয়ে না পড়তে পারে সে জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেষ্ট সবাই। এই সময় আতঙ্কিত না হয়ে দেশের জনগণকে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি ভিডিও বার্তায় জনগণের প্রতি এই আহ্বান জানান।

সাব্বির বলেন, 'আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় না, তারপরও একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ বাসায় থাকুন, দয়া করে বাসা থেকে বের হবেন না।'
সেই সঙ্গে সরকারের দেয়া নির্দেশণা মেনে চলতেও আহ্বান জানান এই ক্রিকেটার। সেই সঙ্গে অনুরোধ জানান লক ডাউন মেনে চলতে। তিনি বলেন, 'সরকারের দেয়া নির্দেশনা আমরা মেনে চলবো। প্লিজ লক ডাউনটা মেনে চলুন। কেননা আপনি সুস্থ্য থাকলে আপনার বাসার পরিবার, পরিজন সুস্থ্য থাকবে। সর্বপরি পুরো দেশবাসী সুস্থ্য থাকবে। আশা করি ইন শা আল্লাহ বাসায় থাকার চেষ্টা করবেন।'
'যে যার ধর্ম পালন করার চেষ্টা করবেন। সবাই সুস্থ্য থাকবেন, সচেতন থাকবেন। সবাই যে যেখান থেকে পারেন দোয়া করবেন যেন সবাই ভালো থাকে। এবং এটা ওভারকাম করে ভালো দিন আসবে ইন শা আল্লাহ। আসসালামুয়ালাইকুম।'
এখন পর্যন্ত বাংলাদেশে ১১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের ভেতর ১২ জন মৃতুবরণ করেছেন।