promotional_ad

সালমাদের ময়নাতদন্ত আসন্ন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল শেষবার জয়ের দেখা পেয়েছিল ২০১৪ সালে। সেবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়টিই ছিল বাংলাদেশের একমাত্র অর্জন। এরপর হয়ে গেছে আরও তিনটি আসর। কিন্তু হারের বৃত্ত ভাঙ্গা সম্ভব হয়নি সালমা খাতুনদের। জয়কে অধরা রেখেই সর্বশেষ অস্ট্রেলিয়া বিস্বকাপ থেকেও একেবারের খালি হাতে ফিরেতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।


এমন পারফরম্যান্স অবধারিতভাবেই প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হর্তাকর্তাদের। সেই প্রশ্ন উঠাতেই বিসিবির একজন আধিকারিক রবিবার (৫ এপ্রিল) আশ্বস্ত করেন, আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে তাদের নারী দলের পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে বসবেন।



promotional_ad

বিসিবির নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান শফিউল আলম বলেন, 'বিশ্বকাপের পরাজয়ের পেছনের কারণ খুঁজে বের করতে আমরা বসতে চেয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে তা করতে ব্যর্থ হয়েছে। তবে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আমরা অবশ্যই আমাদের পারফরম্যান্স মূল্যায়ন করতে বসব।'


তবে থলের ভেতর নড়ছে অন্য খবর। গুঞ্জন চলছে সিনিয়র ক্রিকেটাররা খেলায় পুরোপুরি ফোকাস দেওয়ার চেয়ে ‘গ্রুপিং’-এ বেশি নজর গিয়েছিলেন। যা দলের পারফরম্যান্স ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।


গ্রুপিং বিষয়টি নারী ক্রিকেটে কোনও নতুন ঘটনা নয়। বেশ কয়েক বছর আগে মহিলা দলে গ্রুপিংয়ের খবর গণমাধ্যমে এসেছিল। এরপরে আর এই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়নি। কিন্তু গেল বিশ্বকাপের পরে আবার সেই আগের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশ্বকাপে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হিসাবে এটি বিবেচনা করা হচ্ছে। এই গ্রুপিং দুইজন সিনিয়র ক্রিকেটার তৈরি করেছেন বলে জানা গেছে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball