ক্রিকেটারদের বেতন কাটছে না বিসিবি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্ব কিকেটাঙ্গন জুড়ে চলছে অস্থিতিশীল অবস্থা। ২২ গজের এই স্থবিরতা বোর্ডগুলোকে চোখ রাঙ্গাচ্ছে আর্থিক বিপর্যয়ের। যা এড়াতে প্রভাবশালী কিছু বোর্ড ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে খেলোয়াড়দের বেতন কর্তনের ব্যাপারে। কিন্তু সম্পূর্ণ বিপরীত চিত্র দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বড় বড় বোর্ডগুলো যেখানে দিশেহারা ঠিক সে সময় নির্ভার দেখা গেল বিসিবিকে। বিশ্বের অন্যান্য বোর্ডগুলো যখন চিন্তা করছে খেলোয়াড়দের বেতন কাটার, সে সময় বিসিবি উল্টো আর্থিক সাহায্য দিচ্ছে খেলোয়াড়দের।

সেই সঙ্গে অন্যান্য বোর্ডের দেখানো পথে হাঁটছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। ক্রিকেটারদের বেতন কর্তন করবেন না বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সেই সঙ্গে তাঁর দাবী কঠিন পরিস্থিতিতেও আগামী ৫ থেকে ৬ বছর বিসিবি ক্রিকেট চালিয়ে যেতে পারবে।
নিজামুদ্দিন চৌধুরী বলেন, 'আমরা এই মুহুর্তে এই লাইনে (বেতন কাটার জন্য যাচ্ছি) চিন্তা করছি না। আমরা নিশ্চিত যে আমাদের এই মুহূর্তে বেতন কাটার সিদ্ধান্ত নিতে হবে না। কারণ আমরা বেশ কিছু সময়ের জন্য টিকে থাকতে পারবো এবং আমরা আশা করি সেই সময়ের মধ্যেই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।'
তিনি আরও বলেন, 'যেহেতু সবকিছু অনিশ্চিত, তাই আমরা সচেতনতা অবলম্বন করছি। তবে আমরা আমাদের আর্থিক শক্তি সম্পর্কেও অবগত এবং আশা করি এটি আমাদের এই সঙ্কট কাটিয়ে উঠতে যথেষ্ট হবে। সঙ্কটের এই সময়ে আমরা কীভাবে ক্রিকেটার এবং আমাদের অন্যান্য কর্মচারীদের পাশে থাকতে পারি, সে বিষয়ে আমরা কাজ করছি।'
ইতোমধ্যেই বিসিবি কেন্দ্রীয় চুক্তির বাহিরে থাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের প্রত্যেকের জন্য ৩০ হাজার টাকা, নারী ক্রিকেটারদের প্রত্যেককে ২০ হাজার টাকা এবং স্বল্প বেতনের স্টাফ এবং মাঠ কর্মীদের জন্য অনুদানের ব্যবস্থা করেছে।