promotional_ad

করোনা শনাক্তকরণ কিট সরবরাহ করবে সাকিবের ফাউন্ডেশন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাস মোকাবেলায় লড়ছেন দেশ-বিদেশের অনেক ক্রিকেটার। এবার সেই লড়াইয়ে সামিল হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের গড়া 'সাকিব আল হাসান ফাউন্ডেশনের' (এসএএইচ ফাউন্ডেশন) মাধ্যমে সুবিধাবঞ্চিতদের সাহায্য করতে যাচ্ছেন তিনি।


এরই ধারাবাহিকতায় তিনি তাঁর এই ফাউন্ডেশনের মাধ্যমে করোনা শনাক্তকরণ কিট সরবরাহ করতে যাচ্ছেন দেশের স্বনামধন্য হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে। শুক্রবার (৩ এপ্রিল) তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।



promotional_ad

নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে তিনি লিখেন, 'আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে।'


তিনি আরও জানান, 'আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।'


এর আগে বাংলাদেশের এই অলরাউন্ডার তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে ২০০০ পরিবারকে সাহায্য করছেন 'মিশন সেইভ বাংলাদেশ'-এর সাথে যুক্তি হয়ে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball