করোনায় প্রথম মৃত্যু দেখলো ক্রিকেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান ডেভিড হগকিস। ক্লাবটি একটি বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
মৃত্যুকালে হগকিসের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ল্যাঙ্কাশায়ারের বোর্ডের দীর্ঘ ২২ বছর ছিলেন। ২০১৭ সালে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

চেয়ারম্যানের দায়িত্ব ছাড়াও কোষাধ্যক্ষ ও ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন এই জনপ্রিয় ক্রিকেট সংগঠক। তাঁর মৃত্যুতে ক্লাবটি গভীর শোক জানিয়েছে।
তারা বলেছে, 'ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের সবাই তাকে খুব ভালোবাসত এবং পুরো ক্রিকেট বিশ্বে তিনি সম্মানিত ছিলেন। তার পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।'
বেশ কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন হগকিস। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়ার পর পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।