promotional_ad

নেতৃত্বে ফিরলে পেইনের সমর্থন পাবেন স্মিথ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


২৯ মার্চ ২০২০, পুরোপুরি মুক্ত হয়ে গেছেন স্টিভ স্মিথ। এক বছরের নিধেধাজ্ঞা কাটিয়ে গেল বছর ফিরেছিলেন ক্রিকেটে, তারপরও নিষেধাজ্ঞা ছিল তার নেতৃত্বের ওপর। রবিবার সেই নিষেধাজ্ঞা থেকেও মুক্তি পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।


আবারও অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে পারবেন স্মিথ। বর্তমান অধিনায়ক টিম পেইন জানিয়েছেন, সাবেক অধিনায়ক নেতৃত্বে ফিরলে তাকে পুরো সমর্থন দেবেন তিনি। 



promotional_ad

স্মিথ নিষিদ্ধ হওয়ার পর অস্ট্রেলিয়ার টেস্ট দলের দায়িত্ব ওঠে ৩৫ বছর বয়সী পেইনের কাঁধে। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের অধীনে মোটামোটি সফলও অজিরা। জিতেছে অ্যাশেজও। 


নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ফরম্যাটে ফিরেছিলেন স্মিথ। টেস্টে ফিরতে অপেক্ষা করতে হয়েছিল আরও কয়েক মাস। অ্যাশেজ দিয়ে ২২ গজে ফেরেন সাবেক এই অজি অধিনায়ক।


রবিবার সব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া স্মিথের নেতৃত্বে ফেরার ইস্যুতে পেইন বলেন, 'আইপিএলে সে রাজস্থান রয়্যালস ও দা হান্ড্রেডে ওয়েলস ফায়ার দলের অধিনায়ক। 



'এটা এমন কিছু যা সে করতে ভালোবাসে। যদি স্টিভ স্মিথ সিদ্ধান্ত নেয় যে এই পথে (অধিনায়ক) সে যেতে চায়, আমি তাকে আবারও এ কাজ করতে পুরোপুরি সমর্থন দেব।'


স্মিথের অধীনে অস্ট্রেলিয়া ৩৪টি টেস্ট খেলে ১৮টিতে জিতেছে। ১০টি হারের সঙ্গে ছিল ৬টি ড্র। ৫১ ওয়ানডেতে ২৫টি জয়, ২৩ হার। ৮ টি-টোয়েন্টিতে ৪টি করে জয়-পরাজয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball