কোহলি-ধোনি'রা সৌরভের মতো সাহায্য করেনিঃ যুবরাজ

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নিজের ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বেশ কয়েকজন অধিনায়কের নেতৃত্বে খেলেছেন যুবরাজ সিং। তাদের মধ্যে ভারতের সাবেক এই অলরাউন্ডার সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন সৌরভ গাঙ্গুলির কাছ থেকে।
ক্যারিয়ারের মাঝপথে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেন যুবরাজ। তাঁর নেতৃত্বে প্রথমে টি-টোয়েন্টি ও পরবর্তীতে ওয়ানডে বিশ্বকাপ জিতে নেন যুবরাজ।

এছাড়া ক্যারিয়ারের অন্তিমলগ্নে বিরাট কোহলির অধিনায়কত্বকে খেলেন এই তারকা অলরাউন্ডার। সৌরভ, ধোনি ও কোহলির মধ্যে সৌরভকেই আলাদা করে বেছে নিয়েছেন যুবরাজ।
সম্প্রতি যুবরাজ বলেন, 'সৌরভের অধিনায়কত্বে যখন খেলেছি, তখন সে আমাকে অনেক সাহায্য করেছে। এরপর ধোনির নেতৃত্বে খেলেছি। সৌরভ আর ধোনির মধ্যে সেরা অধিনায়ক কে সেটা বেছে নেয়া খুব কঠিন।
সৌরভের অধীনে আমার একটু বেশি স্মৃতি জমা আছে। কারণ সে আমাকে অনেক সহযোগিতা করেছে। ওই রকম সহযোগিতা কোহলি বা ধোনি আমাকে করেনি।'