নিলামে উঠেছে বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জস বাটলার। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের জার্সিটি নিলামে তুলেছেন তিনি।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ চিকিৎসকদের প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনতে ব্যয় করা হবে। টুইটারে এক ভিডিও বার্তায় এমনটা নিশ্চিত করেছেন স্বয়ং বাটলারই।

তিনি বলেন, ‘আমি আমার বিশ্বকাপ ফাইনালের জার্সিটি নিলামে তুলছি, রয়্যাল ব্রম্পটন অ্যান্ড হারফিল্ড হাসপাতালের চ্যারিটির জন্য ফান্ড কালেক্ট করতে।
গত সপ্তাহে তারা একটা জরুরি আপিল করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেবার জন্য প্রয়োজনীয় উপকরণ কিনতে।’
ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বড় অবদান ছিল এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। যে জার্সিটি তিনি নিলামে তুলেছেন, সেখানে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী বাকি ক্রিকেটারদের স্বাক্ষর আছে।
নিজের খুব প্রিয় জার্সিটি নিলামে তুলেছেন বলে দাবি করেছেন বাটলার। তাঁর এমন কাজে খুশি হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এখন পর্যন্ত ২৪ লাখেরও বেশি দাম উঠেছে বাটলারের জার্সির।