পাবজি খেলে কোয়ারেন্টাইন কেটেছে সাদমানের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম চোট পেয়েছিলেন কব্জিতে। আর যুব দলের পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয়ের চোট ছিল কাঁধে। গত ১১ মার্চ তাদের অস্ত্রোপচার হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। দেশে ফিরে দুজনই ছিলেন হোম কোয়ারেন্টাইনে।
করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মঙ্গলবার তাদের কোয়ারেন্টাইনের ১৪ দিন শেষ হয়েছে। এদিন পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন সাদমান। কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়ে দারুণ আনন্দিত এই বাঁহাতি ওপেনার।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এটা স্বস্তির যে আমি এখন মুক্ত। লম্বা সময় পর আমি আমার পরিবারের সাথে দুপুরের খাবার খেয়েছি এবং এটা আমার জন্য বিশেষ কিছু। এই ১৪ দিন সবাই আমার কাছ থেকে দূরে ছিল।'
জীবনের প্রথম এমন পরিস্থিতিতে পড়েছিলেন সাদমান। তাই তাঁকে কিছুটা অবসাদ গ্রাস করে নিয়েছিল। যদিও পাবজি গেম খেলে এবং সিনেমা দেখে সময়টা বেশ ভালোই গেছে তাঁর।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'কিছুটা বিমর্ষ ছিলাম কারণ আমি কখনও আমার জীবনে এমন পরিস্থিতিতে পড়িনি। আমি পাবজি গেম ডাউনলোড করেছি এবং বেশিরভাগ সময় এটা খেলে সময় কাটিয়েছি। এ ছাড়া বই পড়েছি, সিনেমা দেখেছি এবং গান শুনেছি।'