promotional_ad

টেস্ট দলে ফিরতে মরিয়া মাহমুদউল্লাহ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের টেস্ট দলে এখন আর অটোমেটিক চয়েজ নন মাহমুদউল্লাহ রিয়াদ। সাম্প্রতিক সময়ে টেস্টে তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে জায়গা হয়নি তাঁর।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাল বলের চুক্তিতে জায়গাও হয়নি তাঁর। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি টেস্ট দলে ফিরতে চান।



promotional_ad

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি ঠিক জানি না। কারণ, এই মুহূর্তে মাঠে কোনো ক্রিকেট নেই এবং আমরা সবাই মাঠে ফেরার অপেক্ষায় রয়েছি। স্পষ্টতই, যখন আমি ক্রিকেটে ফিরে আসব, তখন কিছু পরিকল্পনা থাকবে। আর অবশ্যই, টেস্ট দলে আমার জায়গার জন্য আমি লড়াই করতে চাই। আশা করছি, আমি সুযোগ পাব।’


২০১০ সালে প্রথম টেস্ট সেঞ্চুরি্র পর দ্বিতীয় সেঞ্চুরি পেতে মাহমুদউল্লাহকে অপেক্ষা করতে হয়েছে আট বছর। ২০১৮ সালে তিনবার সেঞ্চুরি ছুঁয়ে ধারাবাহিকতার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যদিও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। মাহমুদউল্লাহ জানিয়েছেন, ক্রিকেটে ফিরে ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করবেন তিনি।


তিনি বলেন,  ‘আসলে, আমি কখনোই সেভাবে ভাবিনি, কখনোই চার টেস্টে তিনটি সেঞ্চুরির কথা ভাবিনি। মূলত, তামিম (ইকবাল) একবার আমাকে বিষয়টা বলেছিল এবং কেবল তখনই আমি তা উপলব্ধি করতে পেরেছিলাম। তবে আমি মনে করি, টেস্ট ক্রিকেটে আমার আরও ধারাবাহিক হওয়া দরকার এবং আমি সবসময় এটা নিয়ে কাজ করার চেষ্টা করি।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball