করোনায় 'ফ্রি ক্লাস' দিচ্ছেন সিডন্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনায় থমকে রয়েছে ২২ গজ। কিন্তু থেমে থাকেনি ক্রিকেট সংশ্লিষ্টদের ক্রিকেট নিয়ে কার্যকলাপ। বাংলায় একটা প্রবাদ রয়েছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এরই নজির স্থাপন করে চলেছেন কোয়ারেন্টিনে থাকা ক্রিকেটাররা। ঘরে, আঙ্গিনায় অব্যাহত রেখেছেন তাদের খেলা।
এক্ষেত্রে পিছিয়ে নেই কোচ জেমি সিডন্সও। মাঠে শিষ্যদের শেখাতে না পারলেও কোচিং ঠিকই অব্যাহত রেখেছেন নিজের ব্যাক্তিগত ওয়েবসাইটে। অস্ট্রেলিয়ান এই কোচের ওয়েবসাইট ‘জেমি সিডন্স ক্রিকেট কোচিং’-এ দেয়া হচ্ছে বিনা মূল্যে ক্রিকেটীয় টিপস, শেখানো হচ্ছে ব্যাটিংয়ের কার্যকর কলাকৌশল। বিশেষ করে উঠতি ক্রিকেটারদের জন্যই বাংলাদেশ দলের সাবেক কোচের এই উদ্যোগ।

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে সিডন্স বলেন, ‘এই সাইটের মাধ্যমে আমি উঠতি খেলোয়াড়দের টিপস দিই, অনলাইন কোচিং সেশন করাই। এসবই একদম ফ্রি।’
তিনি আরও বলেন, ‘আমার ওয়েবসাইট থেকে তরুণ ক্রিকেটাররা শিখতে পারবে সঠিক ব্যাট সুইং কীভাবে করানো যায়। আধুনিক ক্রিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজ কিছু টিপসেই আমি দেখিয়ে দিব সাকিব-তামিম কী করে এত সহজে ব্যাট সুইং করায়। এগুলো এমন কিছু টিপস যা সহজেই ঘরে বা বাড়ির পাশের খোলা জায়গায় অনুশীলন করে নেওয়া সম্ভব।’
সিডন্সের এই ওয়েবসাইট শুধু ক্রিকেটারদের জন্যই কার্যকর তা কিন্তু নয়, যেসব অবিভাবক তাদের সন্তানদের ক্রিকেটার বানাতে চান, বা চান যে বাচ্চারা অবসরের সময়ে ঘরে খেলা নিয়ে থাকুক, ওয়েবসাইটে তাদের জন্যও পরামর্শ আছে সিডন্সের। সিডন্স এ প্রসঙ্গে বলেন,‘আমার সাইটের ফেসবুক পেজে গেলে দেখবেন আমার ৯ বছরের ছেলে টবিও কি সুন্দর টেকনিকগুলো কাজে লাগাচ্ছে। বেশ কিছু সুন্দর ভিডিও আর ড্রিল দেওয়া আছে সেখানে।’