করোনা তহবিল গড়ছেন সাবেক ক্রিকেটাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের পর এবার সাবেক ক্রিকেটাররাও এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন করোনা মোকাবেলায়। মহামারী এই ভাইরাসে ক্ষতিগ্রস্থদের জন্য তহবিল সংগ্রহ করছেন সাবেকরাও। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
সোমবার (৩০ মার্চ) সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি জানান, সাবেক জাতীয় ক্রিকেটাররা করোনভাইরাস ক্ষতিগ্রস্থদের জন্য তহবিল সংগ্রহ করছেন।

আকরাম খান বলেন, 'আমি সবাইকে ফোন করছি। এই মুহুর্তে আমি চট্টগ্রামে রয়েছি এবং খালেদ মাসুদ ও নাইমুর রহমান তাদের নিজ বাড়িতে অবস্থান করছেন। আমরা সাবেক ক্রিকেটাররা করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য একটি তহবিলের ব্যবস্থা করার চেষ্টা করছি যারা আশাবাদী এবং শিগগিরই আমরা এটির ব্যবস্থা করবো।'
তিনি আরও বলেন, 'আমরা ২০ লক্ষ টাকা যোগাড়ের লক্ষ্য নিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে দুর্দশাগ্রস্থদের সহায়তা করার জন্য আমরা এই তহবিল জোগাড় করতে পারবো।'
এর আগে বাংলাদেশ জাতীয় দলের ২৭ জন খেলোয়াড় করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ৩১ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই সঙ্গে সরকারি কোষাগারে অর্থ অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবিও।