বাতিল হওয়ার পথে আইপিএল?

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ভারতে চলছে ২১ দিনের লকডাউন। পরিস্থিতি অনুকূলে না আসলে বাড়তে পারে লকডাউনের সময়সীমা।
ভারতীয় গণমাধ্যম মতে, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আপাতত কেন্দ্রীয় সরকার ও ক্রীড়ামন্ত্রকের নির্দেশের দিকে তাকিয়ে আছে।

আরও জানা গিয়েছে, যদি চলতি মৌসুমের আইপিএল বাতিল করা হয় তাহলে পরের বছরে কোনো নিলামও অনুষ্ঠিত হবে না। যদিও নিয়ম অনুযায়ী আগামী বছরে বড় করে নিলাম হওয়ার কথা ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা বলেন, 'এই বছরে আইপিএল অনুষ্ঠিত হবে না। পরের বছর আইপিএল হবে। প্রত্যেকেই জানি বর্তমানে দেশের পরিস্থিতি কেমন। এই অবস্থাতে কোনোভাবেই ঝুঁকি নেওয়া হবে না।
স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যবধান রাখা সম্ভব হবে না। পরের বছরেই তাই আইপিএল হবে। কোনো নিলাম হবে না পরের বছর। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নির্দেশ পেলেই ফ্রাঞ্চাইজিদের সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে।'
আইপিএলের এবারের আসর আগেই ১৭ দিন পিছিয়ে দেয়া হয়। ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস আতঙ্কের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয় জমকালো এই ফ্র্যাঞ্চাইজি আসরটি।