promotional_ad

শঙ্কার মুখে মাশরাফির ওয়ানডে ক্যারিয়ার?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডের আগে মাশরাফি বিন মুর্তজা ঘোষণা দিয়েছিলেন অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে অধিনায়কত্বের শেষটা রাঙিয়েছেন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক। নেতৃত্ব ছাড়লেন খেলা চালিয়ে যাবেন এটাও বলেন তিনি।


নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল। ফিট থাকলে সেই সিরিজে তামিমের অধীনে খেলেতে পারবেন মাশরাফি, এমনটাই জানা ছিল। সবকিছুর আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ছিল সাবেক ওয়ানডে দলপতির জন্য বড় মঞ্চ। 


৫০ ওভারের ক্রিকেটে নিজেকে পুরদমে স্বরূপে ফেরাতে ডিপিএলেই নজর ছিল মাশরাফিও। কিন্তু করোনাভাইরাসের কারণে আপাতত বন্ধ হয়ে গেছে সব। প্রিমিয়ার লিগ ছাড়াও স্থগিত হয়েছে পাকিস্তান সিরিজের শেষ ভাগ এবং আয়ারল্যান্ড সিরিজ।


promotional_ad

ফলে ওয়ানডে দলে মাশরাফির খেলা পরেছে শঙ্কার মুখে। ৫০ ওভার ছাড়া আর কোনো ফরম্যাটে খেলেন না ডানহাতি এই পেসার। তাই মাঠের লড়াইয়ে নিজেকে প্রমাণ করে ওয়ানডে দলে জায়গা করে নেয়ার সুযোগটা আপাতত হারিয়েছেন তিনি।


করোনাভাইরাসের কারণে আপাতত বিশ্বের সব স্পোর্টিং ইভেন্ট বন্ধ আছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ার পর মাঠে ক্রিকেট ফিরলেও মাশরাফিকে ফিরতে অপেক্ষা করতে হবে লম্বা সময়। প্রিমিয়ার লিগ ফের মাঠে গড়ালে সেই সুযোগটা পাবেন এই পেসার।


চলতি বছর ডিসেম্বরের আগে জাতীয় দলের কোনো ওয়ানডে ম্যাচ নেই। সে সময় ৩ ম্যাচের ওয়ানডে খেলতে লঙ্কানদের আসার কথা রয়েছে। কিন্তু করোনার প্রাদুর্ভাবে এর আগে কি নিজেকে ৫০ ওভারের ম্যাচ প্রমাণ করার সুযোগ পাবেন মাশরাফি? এই প্রশ্ন থেকেই যায়!


ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন মাশরাফি। তার অধীনে ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। কিন্তু হাঁটুর চোটে দলের বাইরে চলে যাওয়ার কারণে অধিনায়কত্বটা সেভাবে করতেই পারেননি।


২০১৪ সালে ওয়ানডেতে অধিনায়কত্ব ফিরে পেয়েই সফল তিনি। নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ২০১৫ আর ২০১৯ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি জিতেছেন ৫০টিতে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball