এপ্রিলে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ?

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হলেও প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে তা আর মাঠে গড়ায়নি। অবস্থার উন্নতি ঘটলে আসন্ন এপ্রিলেই প্রিমিয়ার লিগ পুনরায় চালু করতে চান নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ডেইলি স্টারকে বলেন, 'এপ্রিলের পর যদি অবস্থা আমাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমরা প্রিমিয়ার লিগ নিয়ে চিন্তা করব। শেষ করা যায় কিনা ভাববো। আমাদের একটু সময় লাগবে।

কেননা এতো বড় একটি সমস্যার পর খেলা শুরু হলে, আমাদের একটা প্রস্তুতির দরকারও আছে। এপ্রিলে আমরা প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করার চেষ্টা করব। তাহলে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারব মনে করি।'
করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল হয়েছে। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটিও বাতিল হয়েছে। খেলা বন্ধ আছে গোটা বিশ্ব জুড়ে। সবমিলিয়ে বৈশ্বিক এই মহামারী শেষ হলে আন্তর্জাতিক ক্রিকেট কোন পর্যায়ে যায় সেটা নিয়েও নিশ্চিত নন পাপন।
তিনি আরও বলেন, 'তখন আন্তর্জাতিক ক্রিকেটের কী হ??ে। কোন কোন সিরিজ তখন খেলা হবে সেটা এখনও নিশ্চিত নয়।
আমি আইসিসির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেছি, ওরাও জানে না সব কবে শেষ হবে। তাই আন্তর্জাতিক ক্রিকেটের ভাগ্য সম্পর্কে আমরা এখনও জানি না।'