৩০ লাখ রুপির স্বপ্ন দেখতেন কোটি টাকার ক্রিকেটার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার মহেন্দ্রা সিং ধোনি। অথচ ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়কই একটা সময় কিনা স্বপ্ন দেখতেন মোটে ৩০ লাখ রুপি উপার্জনের!
ধোনির ব্যাপারে এই তথ্য দিয়েছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভক্তের প্রশ্নের জবাবে ৪২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান অবাক করা উত্তর জানান।

ধোনির সঙ্গে নিজের স্মরণীয় স্মৃতির কথা জানাতে গিয়ে ওয়াসিম বলেন, ‘আমার মনে আছে, ভারতীয় দলে তার (ধোনি) প্রথম অথবা দ্বিতীয় বছর তখন। সে বলেছিল, যদি ক্রিকেট খেলে ৩০ লাখ রুপি রোজগার করতে পারে, তবে বাকি জীবনটা রাঁচিতে শান্তিতে পার করে দিতে পারবে।’
ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে সম্ভাব্য সকল শিরোপা জিতেছে ভারত। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত ধোনির অধীনে।
শুধু তাই নয়, ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও ধোনির নেতৃত্বে জেতে দল। তাঁর অধিনায়কত্বে আইসিসির টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেয় ভারত। অধিনায়ক হিসেবে সফল ধোনি অর্থবৈভবের দিক থেকেও এগিয়ে আছেন অনেকটা। তাঁর সম্পদের মূল্য ৮০০ কোটি রুপির বেশি।