অসহায় মানুষের পাশে দাঁড়াল রনির 'ফ্রেন্ডস ডট কম'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সবথেকে বেশি বিপাকে পড়েছে দেশের খেটে খাওয়া মানুষ। স্থবির এই অবস্থায় জীবিকা নির্বাহ করাই কষ্টকর হয়ে পড়েছে তাদের জন্য। সুবিধা বঞ্চিত এসকল মানুষের পাশে দাঁড়াচ্ছেন জাতীয় এবং ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রাও।
কয়েকদিন আগে জাতীয় দলের ২৭ জন ক্রিকেটার মিলে ৩০ লাখ ১৫ হাজার টাকার একটি ফান্ডও গঠন করেছেন। ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেনরাও। এবার এই তালিকায় নাম লেখালেন আরেক ক্রিকেটার রনি তালুকদার।

দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার বন্ধুদের নিয়ে একটি সংগঠন গড়েছেন। 'ফ্রেন্ডস ডটকম' নামের এই সংগঠনের মাধ্যমে অস্বচ্ছল মানুষের কাছে চাল, ডাল, তেল, সাবান এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবেন তারা। মূলত নিজ এলাকা নারায়নগঞ্জের পাগলায় কাজ করবেন রনি ও তাঁর বন্ধুরা।
এই প্রসঙ্গে একটি বাংলা দৈনিককে রনি বলেন, 'আমরা নারায়ণগঞ্জের পাগলা এলাকায় থাকি। এখানে বেশিরভাগ মানুষই শ্রমজীবী। বিভিন্ন এলাকা থেকে এসে এখানে থাকে। তাদের এখন কাজ নেই। তাই আমাদের একটা সংগঠন আছে ফ্রেন্ডস ডটকম। আমরা বন্ধুরা মিলেই এটি গড়েছি।'
'মানবতার জন্য আমরা' এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে রনি তালুকদারের ফ্রেন্ডস ডট কম। ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের লক্ষ্য করোনা পরিস্থিতিতে অন্তত ৫০০ পরিবারের পাশে দাঁড়ানো। পরবর্তীতে এই সাহায্যের পরিধি আরো এগিয়ে নিতে যান তিনি।
রনির ভাষায়, 'আমাদের স্লোগান হলো- মানবতার জন্য আমরা। তাই এই খারাপ সময়ে মানুষের পাশে থাকা কর্তব্য মনে করছি। এরই মধ্যে বিভিন্ন খাদ্য সংগ্রহ করেছি তাদের দেয়ার জন্য। আমরা বন্ধুরা মিলে এখন আপাতত ৫০০ পরিবারের পাশে দাঁড়াবো। প্রয়োজনে আরো করবো। আমরা ঠিক করেছি প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও একটি করে সাবান দেবো।'