promotional_ad

স্বার্থপর হতে চান না হরভজন!

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপের কারণে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো বিশ্ব জুড়ে। এ কারণেই ১৭ দিন পিছিয়ে দেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। পিছিয়ে হওয়া আইপিএল নিয়ে অসন্তুষ্ট নন ভারতের স্পিনার হরভজন সিং। বরঞ্চ এই সময়ে দেশ রক্ষার দিকে মনোযোগ তাঁর।


তিনি বলেন, 'সত্যিই গত ১৫ দিনের মধ্যে আমার মাথায় ক্রিকেট নিয়ে কোন চিন্তা আসেনি। দেশের এমন অবস্থায় ক্রিকেট খুব ছোটো একটি বিষয়। এই মূহুর্তে ক্রিকেট এবং আইপিএল নিয়ে ভাবাটা স্বার্থপরতার পরিচয় দেবে।



promotional_ad

এখন উচিত আমাদের দেশকে এই ভাইরাসের হাত থেকে রক্ষা করা। খেলাধুলা কেবল তখনই হবে যখন আমরা নিরাপদ ও সুস্থ থাকব। আর এই মূহুর্তে ক্রিকেট আমার ভাবনা-চিন্তার বাইরে।'


করোনাভাইরাসের হাত থেকে বাচঁতে নিজেদের ঐক্যবদ্ধ থাকার কথাও জানান হরভজন। আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার জন্য তিনি বলেন, 'দেশকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে যা প্রয়োজন আপনারা নিজের জায়গায় থেকে সেটাই করুন।'


প্রবাসি শ্রমিকদের দুর্দশার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন হরভজন। তাঁর মতে, লকডাউন ঘোষণার আগে সরকারের উচিত ছিল তাদের জন্য কিছু ব্যবস্থা করা।



হরভজন আরও বলেন, 'কেউ কখনও ভাবতে পারেনি যে করোনাভাইরাস এত মারাত্মক হয়ে উঠবে এবং শহরগুলো সব বন্ধ হয়ে যাবে।


ভাইরাসটি এত দ্রুত পরিবর্তিত হয়েছিল যে সরকার ভাইরাসটি সম্পর্কে চিন্তা করার সুযোগ পায়নি। আমি আশা করি আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball