৫১ কোটি রুপি অনুদান দিচ্ছে বিসিসিআই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। ভারতেও ক্রমেই বেড়ে চলেছে এই মরণঘাতী ভাইরাসের প্রকোপ। ভারতের বিভিন্ন ক্রিকেটাররা করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মোটা অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন।
এবার ভারত সরকারকে আর্থিক সহায়তা দিচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিসিসিআই দেবে ৫১ কোটি রুপি।

শনিবার এই বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। করোনার প্রকোপ থামাতে ২১ দিনের লকডাউনে রয়েছে ভারত। ভারতের অনেক ক্রিকেটার এবং রাজ্য ক্রিকেট সংস্থা এগিয়ে আসলেও বিসিসিআই ছিল নিরব।
এবার তারা সাহায্যের হাত বাড়ালো। কদিন আগে বিসিসিআই সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বোর্ডের সচিব জয় শাহর সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন।
এবার তাঁর সঙ্গে আলোচনা করেই আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ইতোমধ্যে নিজ উদ্যোগে ৫০ লাখ রুপির চাল অনুদান দিয়েছেন।