promotional_ad

করোনায় শাপেবর দেখছেন শাস্ত্রী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনাভাইরাসের প্রকোপের কারণে সারা বিশ্বই থমকে গেছে। এমন অবস্থা সারা বিশ্বের ক্রিকেটাররাই ঘরে বসে সময় কাটাচ্ছেন। একই অবস্থায় ভারতের ক্রিকেটাররা। এ কারণে কিছুটা খুশিই হয়েছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করেন এই অপ্রত্যাশিত ছুটি নাকি ভারতীয় ক্রিকেটারদের জন্য ভালোই হয়েছে।


সারা বছরই ব্যস্ত ক্রিকেট সূচি থাকে ভারতের। টানা ক্রিকেটের কারণে মানসিক অবসাদ, চোটের ঝুঁকিতে থাকেন দলটির ক্রিকেটাররা। তাই এই ছুটিকে স্বাগতই জানাচ্ছেন ভারতের এই কোচ। স্কাই স্পোর্টসের পডকাস্টে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন।



promotional_ad

তিনি বলেছেন, ‘বিশ্রামটা খারাপ হবে না। কারণ নিউজিল্যান্ড সিরিজের শেষের দিকে মানসিক ক্লান্তি, শারীরিক সুস্থতা ও চোটের দিক থেকে দলের মধ্যে ফাটল দেখতে পাচ্ছিলাম। গত ১০ মাসে যে পরিমান ক্রিকেট আমরা খেলেছি, সেটার প্রভাব দেখা যাচ্ছিল। আমি ও দলের অন্যান্য কোচিং স্টাফরা ভারত ছেড়েছিলাম গত মে মাসের ২৩ তারিখ, ইংল্যান্ডের উদ্দেশে। সেদিন থেকে আমরা নিজ ঘরে ছিলাম ১০-১১ দিন।’


তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের জন্য টানা ক্রিকেট আরও কঠিন। ভারত অবশ্য গত কয়েক বছর ধরেই ক্রিকেটারদের ওয়ার্ক লোড ম্যানেজমেন্টকে গুরুত্ব সহকারে নিচ্ছে ভারত। এই ভাবে ক্রিকেটারদের বিশ্রামও হচ্ছে । যদিও এটাকে পর্যাপ্ত বলতে নারাজ ভারতের কোচ।


শাস্ত্রী বলেছেন, ‘কয়েকজন আছে তিন সংস্করণে খেলে। ওদের ওপর কী ধরনের চাপ যাচ্ছে বুঝতে পারছেন? আমরা অনেক সফর করেছি এই সময়টায়। ইংল্যান্ডের পর আমরা ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলাম। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছি ঘরের মাঠে। দুই-আড়াই মাস পর আবার নিউজিল্যান্ড। কঠিন সময় যাচ্ছিল। সেদিক থেকে খেলোয়াড়দের জন্য এই বিশ্রামটাকে স্বাগত জানাই।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball