চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিচ্ছে বিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনার প্রভাবে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে। বন্ধ রয়েছে দেশের সকল প্রকার ক্রিকেট। যার দরুণ বেকার হয়ে গিয়েছেন দেশের ক্রিকেটাররা। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন কেন্দ্রীয় তালিকার বহীর্ভূত খেলোয়াড়রা। কেন না খেলা বন্ধের সঙ্গে সঙ্গে তাদের আয়ের উৎসও বন্ধ হয়ে গিয়েছে।

চুক্তির বাইরে থাকা প্রথম শ্রেণীর খেলোয়াড়দের এমন দুর্দশায় এগিয়ে এল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য বন্ধ হয়ে যাওয়া বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের এককালীন ৩০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার (২৮ মার্চ) বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করছে দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এই প্রসঙ্গে তিনি বলেন, 'টুর্নামেন্টটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে। যে ক্রিকেটাররা বিসিবির চুক্তির অংশ নন তারা আর্থিক কষ্টের মুখোমুখি হতে পারেন। কারণ তারা তাদের নিজ নিজ প্রিমিয়ার লীগ ক্লাবগুলির কাছ থেকে কেবল আংশিক প্রদান পেয়েছিলেন। এই সহায়তা খেলোয়াড়দের আর্থিক সংকটে কাজে লাগানোর জন্য।'
এর আগে মহামারী করোনাভাইরাসের প্রভাবে ১৯ মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল ডিপিএলের ৭ম আসরটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে অনির্দিষ্ট কালের জন্য সেটি বন্ধ ঘোষণা করেছে বিসিবি।