টারান্টের সর্বোচ্চ শাস্তি দাবী মুমিনুলদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পরবর্তীতে সফর শেষ না করেই দেশে ফিরে আসেন তারা। মসজিদে সেই হামলায় ক্রিকেটারদের কোনো ক্ষতি না হলেও প্রাণ হারিয়েছিলেন ৫০জন।
পরবর্তীতে এই ঘটনার মূল হোতা ব্রেন্টন টারান্টকে আটক করে পুলিশ। বিশ্বকে নাড়িয়ে দেয়া এই ঘটনার এক বছর পর নিজের দোষ শিকার করেছেন সেই সন্ত্রাসী। একই সঙ্গে আরো ৪০ জনকে হত্যার চেষ্টাসহ একটি সন্ত্রাসবাদের অভিযোগও স্বীকার করেছেন তিনি।

ক্রাইস্টচার্চে হামলাকারী সেই ব্রেন্টন টারান্টের কঠোর শাস্তি দাবী করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেই সময় নিউজিল্যান্ড সফরকালীন দলে মুমিনুল হক এ প্রসঙ্গে বলেন, 'অবশ্যই, নিউজিল্যান্ড সরকার তার ভাগ্য ঠিক করবে। তবে ব্যক্তিগতভাবে বললে, আমি মনে করি যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।'
তিনি আরও বলেন, 'তাকে শাস্তি দেওয়া হবে কিনা তা আমি বলতে পারি না। তবে তিনি এত বেশি প্রাণ কেড়ে নিয়ে যাওয়ার কারণে তাকে ভারী শাস্তি দেওয়া উচিত।'
নিউজিল্যান্ডের সেই সফরের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলটের মতে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ। তিনি বলেন, 'হত্যাকারীকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এত লোককে শীতলভাবে হত্যা করার জন্য যদি হত্যাকারীকেকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তবে এটি বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করবে।'
মেহেদী হাসান মেরাজ, মোহাম্মদ মিঠুন, এবং এবাদত হোসেন চৌধুরীও একই মনোভাব প্রকাশ করে বলেন যে এত লোককে হত্যার জন্য হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।