মিরপুর স্টেডিয়াম হচ্ছে কোয়ারেন্টিন সেন্টার!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার কালো থাবা সারা বিশ্বের মতো পড়েছে বাংলাদেশেও। এর প্রভাবে ইতোমধ্যেই সকল ধরণের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলে এক প্রকার বেকার পড়ে আছে মিরপুরের হোম অফ ক্রিকেট সহ দেশের বাকি স্টেডিয়ামগুলো।
তবে তা হয়তো বেশিদিন থাকছে না। না খেলা সহসাই শুরু হচ্ছে না। তবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ব্যবহৃত হতে পারে করোনা রোগীদের কোয়ারেন্টিন হিসেবে। তারই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং পরিচালক জালাল ইউনুস।

বিসিবির সূত্রমতে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং একাডেমী ভবনটি ব্যবহার করা যেতে পারে করোনায় আক্রান্ত রোগীদের প্রাথমিক পর্যবেক্ষণে রাখার কাজে।
বিসিবি সভাপতি এনটিভিকে বলেন, 'আমরা বসে আছি, সরকারের যখন যা সাহায্যের দরকার হবে, যা বলবে তাতে আমরা সাথে সাথে রাজি আছে। এবং আমরা দেওয়ার জন্য বসে আছি। আমাদের খেলোয়াড়রা আপনারা জানেন, তাদের বেতনের অর্ধেক ইতোমধ্যে নিয়ে বসে আছে হাতে। ফলে এই জায়গা বলেন, যা লাগে শুধু এইটা না যেই কোনো সহযোগিতা লাগলে আমরা এক পায়ে দাঁড়ানো আছি।'
জালাল ইউনুস শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, 'যেকোন সময় সরকার যদি মনে করে যে আমাদের কোন লজিস্টিক সমর্থন নিবে আমাদের কাছ থেকে আমরা আগেই বলেছি আমরা প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, 'আর্থিকভাবে হলেও আমরা এগিয়ে আসবো, এজন্য আমরা সবদিক দিয়েই প্রস্তুত আছি। শুধু মাঠ নয়, মাঠ ছাড়াও আমাদের আরও কিছু জায়গা জানেন আপনারা যেমন একাডেমি আছে, সরকার চাইলে আমরা সেটা দিতেও প্রস্তুত আছি।'
ইতোমধ্যেই ভারতের চারটি স্টেডিয়ামকে হোম কোয়ারেন্টিন করার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আর এর ভেতর রয়েছে ঐতিহাসিক ইডেন গার্ডেন্স এবং রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের নামও।