promotional_ad

সৌরভের পর এগিয়ে এলেন শচীন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহামারী আকার ধারণ করা করোনার বিরুদ্ধে লড়তে এগিয়ে আসছেন ক্রিকেটাররা। একক এবং যৌথ প্রচেষ্টায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন করোনার বিরুদ্ধে যুদ্ধের রসদ যোগাতে। কেউ সরাসরি অর্থ দিয়ে সাহায্য করছেন, কেউ বা বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহ করছেন করোনা মোকাবেলায়।


কিছুদিন আগেই ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের দরিদ্র জনগণকে ৫০ লাখ রুপির চাল বিতরণ করেছেন। অপরদিকে ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান বারোদা পুলিশ এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪০০ মাস্ক বিতরণ করেছেন।
তাদের সাথে তাল মিলিয়ে এবারে এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।বৈশ্বিক এই বিপর্যয়ের সময় ত্রাণ তহবিলে ৫০ লাখ ভারতীয় রুপি দান করেছেন সাবেক এই ক্রিকেটার।



promotional_ad

বিষয়টি নিশ্চিত করেছেন শচীনের ঘনিষ্ঠ এক মাধ্যম। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে শচীন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রির ত্রাণ তহবিলে বড় অঙ্কের অর্থ দানের সিদ্ধান্ত নিয়েছেন। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।'


শুক্রবার (২৭ মার্চ) ভারতের সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, শচীন টেন্ডুলকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দুই তহবিলেই অর্থ দেবেন বলে মনস্থির করেছেন।


এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের ২৭ জন খেলোয়াড় করোনা মোকাবেলায় সরকারের ত্রাণ তহবিলে ৩১ লাখ টাকা অনুদান দেন। বাংলাদেশের দেখাদেখি পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়রাও এগিয়ে আসেন বৈশ্বিক এই বিপর্যয়ের সময় সাহায্যার্থে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball