promotional_ad

পিছিয়ে গেল এশিয়া কাপের ভাগ্য নির্ধারণী সভা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের তাণ্ডবলীলায় থমকে গিয়েছে সমগ্র ক্রীড়াঙ্গন। একের পর এক সিরিজ বাতিল সহ পিছিয়েছে বেশ কিছু টুর্নামেন্ট। এর প্রভাব পড়ছে আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়েও। কেননা করোনার কারণে পিছিয়ে গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক। যেখানে সিদ্ধান্ত নেবার কথা ছিল আসন্ন এশিয়া কাপের ভেন্যু নির্ধারণ নিয়ে।


আসন্ন এশিয়া কাপের ভেন্যু হিসেবে আগে থেকেই নির্ধারিত ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তান ভেন্যু হওয়াতে সেখানে বাঁধ সাধে ভারত। পাকিস্তানের মাটিতে খেলতে তাঁরা অস্বীকৃতি জানায়।


promotional_ad

প্রত্যুত্তরে পাকিস্তানও হুঙ্কার দিয়ে বসে যে ভারত এশিয়া কাপে অংশ না নিলে ২০২২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে না। ফলে এক প্রকারে স্নায়ু যুদ্ধ শুরু হয় এশিয়া কাপের আয়োজন নিয়ে।


যদিও পাকিস্তান বিষয়টি পড়ে অস্বীকার করে। সেই সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় আসন্ন এসিসির বৈঠকে ভেন্যু নিয়ে আলোচনা হবে। এবং সদস্য দেশগুলোর মতামত নিয়ে তা নির্ধারণ করা হবে।


কিন্তু সেই বৈঠকে এবার বাগরা বাধালো করোনাভাইরাস। বাতিল ঘোষণা করা হয়েছে চলতি মাসের বৈঠকটি। তবে আশা করা যাচ্ছে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে তাদের এই বৈঠক। কিন্তু করোনার বর্তমান পরিস্থিতির কারণে সংশয়ে রয়েছে টুর্নামেন্টটির চলতি বছরের আসর।


সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবার কথা রয়েছে এশিয়ার ক্রিকেটের সর্ববৃহৎ এই আয়োজনের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball