ঐতিহাসিক ইডেনে নির্মিত হচ্ছে হাসপাতাল?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার আতঙ্কে টালমাটাল পুরো বিশ্ব। মহামারী আকার ধারণ করা এই ভাইরাসের কারণে ইতোমধ্যেই ভারতে বন্ধ হয়ে গেছে সকল প্রকার ক্রিকেট ম্যাচ। ফলে এক প্রকার বেকার পড়ে আছে ক্রিকেট স্টেডিয়ামগুলো।


তবে এবারে এই স্টেডিয়ামগুলো কাজে লাগানোর উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ইঙ্গিতও দিয়েছেন তেমনটার। সরকার চাইলে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সকে করোনা রোগীদের জন্য অস্থায়ী হাসপাতালে রূপান্তরিত করতে পারে বোর্ড এমনটাই জানিয়েছেন তিনি।


promotional_ad

তিনি বলেন, ‘সরকার যদি চায়, ইডেনের ইন্ডোর এবং ডর্মিটরিকে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র করে তোলা যেতে পারে। এ ব্যাপারে আমরা প্রস্তুত। যদি সরকার আমাদের সঙ্গে কথা বলে তা হলে আমরা ইডেনের সমস্ত রকম সুযোগ সুবিধা উজাড় করে দেব। এ নিয়ে কোনও সমস্যা নেই।’ ভারতের সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


এছাড়া দেশের এমন পরিস্থিতিতে সরকারকে অর্থ দিয়ে সাহায্য করবে কিনা বোর্ড এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘এটা নিয়ে আমি সচিব জয় শাহ-এর সঙ্গে কথা বলব। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’


ইতোমধ্যেই হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামকে হাসপাতাল বানিয়েছে সরকার। প্রয়োজনে অন্য স্টেডিয়ামেও একই ব্যবস্থা নেয়া হবে বলে জানান গাঙ্গুলি। এই কারণে ইডেন গার্ডেন্স নিয়ে আগাম বার্তা দিয়ে রাখলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball