বাতিলের পথে আইপিএল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে এবার অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
করোনার প্রকোপ ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র ভারত তিন সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছেন। যার প্রভাবে আইপিএলের ১৩তম আসরটি বাতিল হবার সম্ভাবনা প্রবল।

টুর্নামেন্টটি ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও কয়েকদিন আগে পিছিয়ে সেটি নেয়া হয় ১৫ এপ্রিল। কিন্তু এরপরও শঙ্কা কাটেনি। বরং দিনদিন তা মোড় নিচ্ছে বাতিলের দিকে।
কিছুদিন আগে যদিও আশার বাণী শুনিয়েছিলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এপ্রিলের শেষ সপ্তাহে করোনার প্রভাব স্বাভাবিক হয়ে আসবে এবং মে মাসের প্রথম সপ্তাহে হলেও মাঠে গড়াবে আইপিএল বলে মনে করছিল তারা। কিন্তু মোদীর নেয়া সিদ্ধান্তে বোর্ডের সেই লক্ষ্য এখন ভঙ্গের পথে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি এই প্রসঙ্গে বলেন,‘আইপিএল নিয়ে কোনও সদুত্তর এই মুর্হূতে নেই। এখন কিছুই বলা যাচ্ছে না। আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে দিন হয়েছিল, তার পরে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি গত ১০ দিনে। তাই আমার কাছে এই মুর্হূতে আইপিএল সম্পর্কে কোনও উত্তর নেই।’
এদিকে এবার আইপিএল হওয়ার আশা ছেড়েই দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ প্রসঙ্গে একটি দলের প্রতিনিধি বলেন, ‘বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে, আইপিএল এ বছর নাও হতে পারে। এমন হওয়ার শঙ্কাই বেশি।’
আইপিএল বাতিল হলে ২০০০ কোটি রুপির বেশি রাজস্ব হারাবে বিসিসিআই। ১০০ কোটি রুপি করে হারাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আপাতত আইপিএল নিয়ে ভাবছে না বিসিসিআই।