promotional_ad

তিন অধিনায়ককে সতর্ক করলেন ডমিঙ্গো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


জিম্বাবুয়ে সিরিজ শেষ করেই ছুটি নিয়ে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। কথা ছিল সংক্ষিপ্ত ছুটি শেষ করে ফিরে আসবেন নিজ কর্মস্থল বাংলাদেশে। কিন্তু করোনার প্রভাবে তা আর হয়ে উঠেনি। দক্ষিণ আফ্রিকাতেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন তিনি।


ক্রিকেটারদের থেকে দূরে থাকলেও তাদের সাথে যোগাযোগ থেমে থাকেনি এই কোচের। খেলোয়াড়দের সাথে তো বটেই, নিয়মিতই যোগাযোগ রাখছেন জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গেও। সোমবার ফোনে দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।



promotional_ad

ডমিঙ্গো জানান, 'রোববার ফোনে মুমিনুল, তামিম, মাহমুদুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে। ওরা ভালো আছে। সবাই জানাল বাসাতেই থাকছে। সীমাবদ্ধতার মধ্যেও ওরা ওদের কাজ করবে নিঃসন্দেহে। আমাদের কোচিং স্টাফের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছি। সবাই ভালো আছেন। আমরা প্রস্তুত থাকব, যাতে করে পরিস্থিতির উন্নতি হলে কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়।'


করোনার প্রভাব বাংলাদেশে পড়ায় তিনি সাহস দেন খেলোয়াড়দের। সেই সঙ্গে বৈশ্বিক এই পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য্য রাখার পরামর্শ দেন এই কোচ। তিনি বলেন, 'এটা কোনো এক দেশের সমস্যা নয়। পুরো বিশ্ব আতঙ্কিত। ভালো সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া কারোই কিছু করার নেই। সর্বত্র খেলাধুলা বন্ধ হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় কোথাও কোনো খেলা নেই। আমি ছেলেদের বলব, তোমরা ধৈর্য্য ধরে কয়েকটা দিন বাসায় অবস্থান করো। বুঝতে পারছি সবার কষ্ট হচ্ছে। এ ছাড়া কিছু করারও নেই। আমি বাসায় আছি, তোমরাও থাক।'


সেই সঙ্গে ডমিঙ্গো আশা করছেন খুব শীঘ্রই করোনা থেকে মুক্তি পাবে বিশ্ব। কেটে যাবে ক্রিকেটের এই অচলাবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্বকাপের জন্য নতুন করে প্রস্তুত হতে হবে টাইগারদের। বিশ্বের এমন পরিস্থিতির মধ্যেও সেটা মাথায় রেখেছেন কোচ রাসেল ডমিঙ্গো।



দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, ''সামনে টি২০ বিশ্বকাপ। সময়টা ভালো থাকলে অনেক কিছুই করার ছিল। সেটা তো সম্ভব হচ্ছে না, তাই বাসায় বসে পরিকল্পনা পর্যায়ের কাজগুলো করছি। আশা করি ক্রিকেটাররাও ঘরে বসে ফিটনেস ওয়ার্কটা করবে। ঢাকার বাস্তবতায় তারা তো মাঠে যেতে পারবে না। ওখানে ফাঁকা মাঠ খুব কম, প্রচুর মানুষ। এখানে দক্ষিণ আফ্রিকায় চাইলেই মাঠে যাওয়া যায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball