স্থগিত হচ্ছে না সিপিএল!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের সংক্রামণের কারণে সারা বিশ্বের ক্রিকেট এখন স্থবির। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সকল সিরিজ এবং টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। বাতিলের শঙ্কায় আছে আরও কিছু খেলা। শঙ্কা আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়েও।
এই টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছে, এবারের আসর পেছনো নিয়ে কোনো আলোচনা হয়নি এখনও। আগামী ১৯ আগস্ট এই টি-টোয়েন্টি লিগটি আয়োজনে আশাবাদী তারা।

যদিও করোনা ভাইরাসের সংক্রামণের কারণে বিষয়টি আলোচনাধীন রেখেছে সিপিএলের আয়োজকরা। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি েক বিবৃতিতে এমনটাই জানিয়েছে সিপিএল কতৃপক্ষ।
তারা বলেছে, 'আমরা মেডিক্যাল বিশেষজ্ঞদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। একই সঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আলোচনা চলছে ক্রিকেট বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবং টুর্নামেন্ট পেছানো নিয়ে কোনো আলোচনা হয়নি।'
সারা বিশ্বের মতো ওয়েস্ট ইন্ডিজেও আক্রমণ করেছে করোনাভাইরাস। যদিও ইউরোপের মতো এতোটা ভয়াবহ পরিস্থিতি হয়নি সেখানে। তাই সিপিএলের আয়োজকরা টুর্নামেন্টটি নিয়ে আশাবাদী।
তারা বলেছে, 'আমরা মনে করি একটি সিদ্ধান্ত নেয়ার জন্য এটা খুবই খুব তাড়াতাড়ি, তবে এটি একটি বিবর্তনশীল পরিস্থিতি, আমরা ক্যারিবিয়ান এবং সারা বিশ্বের পরিস্থিতি যত্ন সহকারে পর্যবেক্ষণ করছি।'